পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা পুলিশের জালে একবালপুরের দুই মাদক কারবারি - police

একবালপুর এলাকার মাদক কারবারি খুরশিদ আলম ও মহম্মদ হুসেনকে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাকড়াও করা হয় দু'জনকে। উদ্ধার হয় ৩৫ গ্রাম হেরোইন।

পুলিশের জালে একবালপুরের দুই মাদক কারবারি

By

Published : Mar 8, 2019, 1:48 AM IST

কলকাতা, ৮ মার্চ : একবালপুর এলাকার মাদক কারবারি খুরশিদ আলম ও মহম্মদ হুসেনকে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। তবে নাগাল পাওয়া যাচ্ছিল না। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাকড়াও করা হয় দু'জনকে। উদ্ধার হয় ৩৫ গ্রাম হেরোইন।

পুলিশের চোখে মাদক কারবারের রেড জ়োন হয়ে উঠেছে একবালপুর। কয়েক মাস আগে ইয়াবা সহ ধরা হয়েছিল একবালপুরের চার মাদক কারবারিকে। তদন্তে তাদের আন্তর্জাতিক যোগসূত্রের কথা জানা যায়। চরস, গাঁজাসহ একাধিক মাদকের রমরমিয়ে কারবার চলছে সেখানে। সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালিয়ে ধরা হয়েছে কয়েকজন মাদক কারবারিকে। পাকড়াও করা হয় আলি আকবর নামে একজনকে। তারপর থেকেই খোঁজ চলছিল খুরশিদ আলম ও মহম্মদ হুসেনের। এলাকার হেরোইন কারবারের অন্যতম মাথা তারাই। অবশেষে বুধবার রাতে পাকড়াও করা হয় তাদের।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো মাদক চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তারা হেরোইন কীভাবে পেত তাও জানার চেষ্টা চলছে।

ABOUT THE AUTHOR

...view details