কলকাতা, 3 এপ্রিল: যাদবপুর বিশ্ববিদ্যালয় শুরু হতে চলেছে দুটি ডিপ্লোমা কোর্স । ডিপ্লোমা ইন কেরিয়ার কাউন্সেলিং এবং ডিপ্লোমা ইন স্টুডেন্ট কাউন্সেলিং ৷ এই দুটি বিষয়ে দ্রুত চালু হতে চলেছে কোর্স । জানা গিয়েছে, সম্প্রতি এক সংস্থার সঙ্গে এই নিয়ে মৌ স্বাক্ষর করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
প্রতিদিনের এই ইঁদুর দৌড়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বহু মানুষ বর্তমানে অবসাদে ভুগছেন । কারও বা চাকরির চাপ আবার কারও পড়াশোনার । আবার অনেকে সংসারের চাপে পড়ে ভোগেন অবসাদে । চিকিৎসকদের মতে, সমাজের দ্রুতগতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে সকলেই পিছনে পড়ার ভয় পাচ্ছেন । আর সেই ভয় থেকেই অবসাদ ক্রমশ গ্রাস করে চলেছে । তাই এই দৌড়ে টিকে থাকতে যেমন প্রয়োজন মানসিক শান্তি বজায় রাখা, ঠিক তেমনভাবেই প্রয়োজন এমন কোনও মানুষের সাহচর্য, যাঁর সঙ্গে মনের কথা শেয়ার করা যাবে অনায়াসে । যিনি সহজেই উঁকি মারতে পারবেন মনের অন্দরে । আর তা একজন সাধারণ মানুষের পক্ষে অনেকসময় সম্ভব হয়ে ওঠে না । এর জন্য চাই বিশেষ দক্ষতা । যাঁদের এক কথায় বলা হয় কাউন্সিলর ।