পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Oil Tanker Accident: তিলজলায় তেলের ট্যাঙ্কারে পড়ে মৃত্যু দুই শ্রমিকের - ট্যাঙ্কারে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের

শনিবার তিলজলা থানা এলাকায় তেলের ট্যাঙ্কারে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Apr 22, 2023, 7:18 PM IST

Updated : Apr 22, 2023, 8:34 PM IST

তিলজলার ঘটনাস্থলের ভিডিয়ো

কলকাতা, 22 এপ্রিল:তেলের ট্যাঙ্কারে তেল মাপতে গিয়ে মৃত্যু হল দুই কর্মীর । শনিবার বিকেল 4টে 45 মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায় ভিভিএফ ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থায় ৷ মৃতরা হলেন লোগানাথন (33) ও কার্তিক হালদার (43) ৷ লোগানাথনের বাড়ি বেঙ্গালুরুতে ৷ কার্তিকের বাড়ি সোনারপুরে ৷ এই ঘটনায় কারখানার কর্মীদের সুরক্ষা ব্যবস্থা আদৌ ঠিকঠাক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয়রা জানিয়েছেন, তিলজলা থানার অন্তর্গত 7 নম্বর তিলজলা রোডে এদিন বিকেলে একটি ট্যাঙ্কারে তেল ভরার এর কাজ চলছিল । নিম তেল ভরা হচ্ছিল সেটিতে ৷ ট্যাঙ্কারটিতে তেল কতটা ভরেছে তা মাপার কাজ করছিলেন দুই কর্মী ৷ সেই সময়েই আচমকা ওই দুর্ঘটনাটি ঘটে ৷ আচমকাই এক কর্মীর পা পিছলে যায় ৷ আর তিনি সোজা গিয়ে পড়েন তেল ভর্তি ওই ট্যাঙ্কারের ভিতরে ৷ তেলের মধ্যে ডুবে যান তিনি ৷ সেই সময়ে অন্য এক কর্মী ওই ব্যক্তিকে উদ্ধার করতে যান ৷ তিনি ট্যাঙ্কারে পড়ে যাওয়া ওই কর্মীকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করেন ৷ কিন্তু দুর্ঘটনাবশত তিনিও সোজা গিয়ে পড়েন ওই ট্যাঙ্কারের ভিতর ৷

ট্যাঙ্কারে ওই তেলের মধ্যে পড়েই এদিন মৃত্যু হয় ওই দুই কর্মীর ৷ পুলিশও এই তথ্য৷ই জানিয়েছে ৷ ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা খবর দেন তিলজলা থানায় ৷ সেখান থেকে পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায় ৷ ঘটনাস্থলে যায় দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা । পরে ওই দুই কর্মীকে তেলভর্তি ওই ট্যাঙ্কারের ভিতর থেকে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে সেই সময়ে তাঁদের দেহে প্রাণ ছিল না ৷

আরও পড়ুন:ধারে ডিম না-দেওয়ায় বিরিয়ানির দোকানিকে অপহরণ, গ্রেফতার 3

দেহ দু'টিকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে তেলের ট্যাঙ্কারে পড়ে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির ৷ নিয়ম মতো তাঁদের দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হবে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এদিন যেখানে তেল লিডিংয়ের কাজ চলছিল সেখানে কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা জানার চেষ্টা করছে তিলজলা থানার পুলিশ । ইতিমধ্যেই তিলজলা থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।

Last Updated : Apr 22, 2023, 8:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details