কলকাতা, 20 নভেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা । শুরু হতে চলেছে দু’দিনের বাণিজ্যের মেগা-শো বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন । মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান হবে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে । এরপর দ্বিতীয় দিন অর্থাৎ বুধবারের অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। দু’দিনের এই বাণিজ্য সম্মেলনে 20টি দেশ অংশ নেবে বলে জানা গিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ একাধিক মন্ত্রী ও সরকারি আধিকারিক ৷ এছাড়া রাজ্য ও দেশের প্রথম সারির শিল্পপতিরাও থাকবেন । যদিও এখনও রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, প্রথম দিন কোন কোন শিল্পপতি উপস্থিত থাকতে চলেছেন ৷
তবে জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি, আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী, জিএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, আরতি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা, অম্বুজা গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ এক ঝাঁক শিল্পপতি । রাজ্য সরকারের সূত্রে জানা গিয়েছে, হিরানান্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানি ও আদানি গ্রুপের প্রতিনিধিও থাকবেন।
রাজ্য সরকারের সূত্রে যতদূর জানা যাচ্ছে, সব থেকে বড় প্রতিনিধি দল নিয়ে এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন ব্রিটেনের প্রতিনিধিরা । শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন-সহ একাধিক ক্ষেত্রে এই দেশটির সঙ্গে মৌ চুক্তি হতে পারে বলে খবর । এবারের বিশ্ব বঙ্গ সম্মেলনে যে 20টি দেশ উপস্থিত থাকছে, তার মধ্যে প্রথম সারিতে থাকছে ব্রিটেন, আমেরিকা, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, পোল্যান্ড ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশগুলি । 35টি প্রথমসারির ইন্ডাস্ট্রির মধ্যে উপস্থিত থাকছে মহেন্দ্র অ্যান্ড মাহিন্দ্রা, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, কোটাক সিকিউরিটি, ম্যারিকো, ওখার্ড হাসপাতাল, এলিম্বিক ফার্মা, অ্যাপোলো টায়ারসের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি ।
রাজ্য সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে, এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে 1000-এর বেশি ডেলিগেটস উপস্থিত থাকবেন । সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কর্মসংস্থানকে সামনে রেখেই এই বাণিজ্য সম্মেলন হতে চলেছে বাংলায় । মোট 10টি ফোকাস এরিয়াকে সামনে রেখে বিনিয়োগকারীদের বাংলায় বিনিয়োগের জন্য ডাক দেবেন বাংলার মুখ্যমন্ত্রী ।
এক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট, মেনুফ্যাকচারিং, হেলথ কেয়ার, ট্যুরিজম, ইনফরমেশন টেকনোলজি, এডুকেশন, এমএসএমই, রিয়েল এস্টেট অ্যান্ড ইনফ্রা, এবং কৃষি বা এগ্রিকালচার । বিগত কয়েক বছরের বিশ্ব বঙ্গ সম্মেলনের পর বিনিয়োগ আর বাস্তবিক রূপায়ণ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই । আরও একটি বিশ্ব বঙ্গ সম্মেলনের আগে এই একই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই অবস্থায় দেখার তাদের এই সব সমালোচনা বা প্রশ্নের পরেও কতটা সফল হয় রাজ্যে বিনিয়োগের এই বিগ শো !
আরও পড়ুন:
- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি জোরকদমে, যোগ দিতে পারেন মুকেশ আম্বানিও
- বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের এবার মূল আকর্ষণ এমএসএমই