পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Councillors Fight at KMC: পৌর অধিবেশনে মারপিট, শোকজ করা হল দুই কাউন্সিলরকে - Kolkata municipal corporation

কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশন চলাকালীন শনিবার তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই কাউন্সিলরকে শোকজ করা হল ৷

ETV Bharat
পৌর অধিবেশনে মারপিট

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 6:43 PM IST

Updated : Sep 16, 2023, 10:58 PM IST

পৌর অধিবেশনে কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি, শোকজ করা হল দুই কাউন্সিলরকে

কলকাতা, 16 সেপ্টেম্বর:কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশন চলাকালীন শনিবার তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই কাউন্সিলরকে শোকজ করা হল ৷ পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে শোকজ করেছেন ৷ দুজনকেই পাঠানো হচ্ছে চিঠি । উত্তরে সন্তুষ্ট না হলে তাঁদের সাসপেন্ডও করা হতে পারে ৷

শনিবার মাসিক অধিবেশন চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পৌরনিগম৷ অভিযোগ, তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর একে অপরের গায়ে হাত তোলেন ৷ এই ঘটনার জেরে এদিন সাময়িকভাবে পৌরনিগমের অধিবেশন মুলতুবি রাখতে হয় ৷ এদিন পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের মন্তব্যকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত ৷ যা পরে হাতাহাতিতে গড়ায় ৷ এদিনের ঘটনা প্রসঙ্গে মালা রায় জানান, শাসক ও বিরোধী দলের দুই কাউন্সিলরকে শোকজ করা হয়েছে ৷ প্রত্যেকেরই উচিত অধিবেশন কক্ষে তাঁদের আচরণ সম্পর্কে সচেতন থাকা ৷

আরও পড়ুন: রণক্ষেত্র পৌরনিগমের অধিবেশন, ফিরহাদের সামনেই বিজেপি-তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতি

এদিনের অধিবেশনে বিরোধীরা কোনও প্রশ্ন না আনায় বিষয়টি নিয়ে ভর্ৎসনা করেন কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ৷ সেই সময় পালটা উত্তর দেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ । সেই সময় সামনে এসে তাঁকে বক্তব্যে বাধা দেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু । এর পর উত্যক্ত বাক্য বিনিময় ও মারপিট শুরু হয় । জড়িয়ে পড়েন দুই পক্ষের আরও বেশকিছু কাউন্সিলর । এই ঘটনা প্রসঙ্গে মালা রায় জানান, দুই কাউন্সিলরকে শোকজ করা হচ্ছে । মাঠে ঘাটে যে শব্দ ব্যবহার করা হয় পৌর অধিবেশনে সেই কথা বলা যায় না । অতীতে এমন ঝামেলা হয়েছে । কিন্তু কাউন্সিলরদের আরও সচেতন হওয়া দরকার ।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানান, দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় পরিকল্পিত ভাবে গায়ে হাত তোলা হয়েছে । অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর অসীম বসু বলেন, "ও আমার সম বয়সী । কোনও শত্রুতা নেই কিন্তু ব্যাক্তি আক্রমণ ঠিক নয় । আমাদের সকলের সম্মান আছে । বিরোধিতা করুক সংগঠিত ভাবে ।" আরেক তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে বলেন, "বিরোধীদের প্রশ্ন নেই, কিছু নেই ৷ উপরতলার নেতাদের কাছে বকা খাবে । তাই কিছু করে দেখাতে হবে এসব করেছে ।"

Last Updated : Sep 16, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details