পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PMAY: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল - PM Awas Yojana investigation

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির টাকা ঠিকমতো বণ্টন করছে না রাজ্যে তৃণমূল সরকার ৷ এই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Alleged PMAY Corruption in West Bengal) ৷

Pradhan Mantri Awas Yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনা

By

Published : Jan 5, 2023, 8:25 AM IST

কলকাতা, 5 জানুয়ারি: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷ তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Pradhan Mantri Awas Yojana) ।

বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে গত বছরের 10 ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, "পিএমএওয়াই-জি প্রকল্প তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা সমীক্ষকদের (Surveyors) প্রভাবিত করার চেষ্টা করছে, যাতে তাঁদের নাম উপভোক্তাদের তালিকায় ওঠে ৷ তাঁরা যে কোনও উপায়ে এটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাঁদের মারধর করছেন, যাঁরা তাঁদের এই অনৈতিক নির্দেশ মানছে না ৷"

পিএমএওয়াই দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের (Ministry of Panchayati Raj) দু'টি দল বাংলায় আসছে ৷ দলের এই বঙ্গ সফর নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চাধিকারিক অনিল কুমার সিংহ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন ৷ দল দু'টিকে প্রয়োজনীয় সব রকম তথ্য দিয়ে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে ৷

আরও পড়ুন: আবাস দুর্নীতির প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ, বিডিও অফিসে তালা

নির্দেশিকা অনুসারে এই কেন্দ্রীয় আধিকারিকদের মূলত দু'টি দলে ভাগ করা হয়েছে ৷ প্রতিটি দলেই তিনজন করে প্রতিনিধি থাকছেন ৷ একটি প্রতিনিধি দল যাবে পূর্ব মেদিনীপুর এবং আরেকটি যাবে মালদা ৷ যোগ্য প্রার্থীরা নিয়ম মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি পেয়েছে কি না, তা খতিয়ে দেখবে প্রতিনিধিরা ৷

পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার ৷ সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী এবং সচিব অনিল কুমার সিং নিজে ৷ মালদা জেলার প্রতিনিধি দলে থাকছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা ৷ প্রসঙ্গত ইতিমধ্যে বারে বারে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগ তুলেছে বিজেপি ৷ এই বিষয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা দেখা করেন ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা বিজেপির

ABOUT THE AUTHOR

...view details