কলকাতা, 5 মে:ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধৃত 2 অভিযুক্ত ৷ শুক্রবার ছিল দক্ষিণ 24 পরগনার প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শেষ দিনের ইন্টারভিউ পর্ব ৷ ইন্টারভিউ দিতে এসেছিলেন সমীর সরকার ও অরবিন্দু মণ্ডল ৷ তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথি যাচাইয়ের সময় সন্দেহ হওয়ায় আটক করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা । কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় ৷ সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ । আগামিকাল ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।
এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার বলেন, "অরবিন্দু মণ্ডল নামে এক চাকরিপ্রার্থী দক্ষিণ 24 পরগনার রায়দিঘী থানার ডোমকল গ্রামের বাসিন্দা ৷ ইন্টারভিউয়ের সময়ে নথি যাচাই করতে গিয়েই সন্দেহ হয় ৷" তাঁর অভিযোগ, ওই যুবক অন্য একজন চাকরিপ্রার্থীর মার্কশিট ও সার্টিফিকেটের মধ্যে নিজের নাম টাইপ করে জেরক্স করে নিয়ে এসেছে । আসল সার্টিফিকেটটি পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ পিটিটিআই ইনস্টিটিউট-এর সার্টিফিকেট । সেই সার্টিফিকেটে নিজের নাম বসিয়ে নিয়ে এসেছে অরবিন্দু । এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷