পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Building Collapsed in Kolkata: গার্ডেনরিচ এলাকায় হেলে পড়ল বেআইনি বহুতল, আতঙ্কে আবাসিকরা - আতঙ্কে আবাসিকরা

বিপজ্জনকভাবে একে অপরের উপর হেলে পড়ল দুই আবাসন ৷ বেলেঘাটার পর ফের গার্ডেনরিচ এলাকায় হেলে পড়ল বেআইনি বহুতল (Illegal Building Collapsed) ৷ ভাঙার কাজ শুরু করলেন কলকাতা কর্পোরেশনের ডেমোলিশন স্কোয়াড কর্মীরা ৷

Building Collapsed in Kolkata
গার্ডেনরিচ এলাকায় হেলে পড়ল বেআইনি বহুতল

By

Published : Mar 15, 2023, 10:50 PM IST

গার্ডেনরিচ এলাকায় হেলে পড়ল বেআইনি বহুতল

কলকাতা, 15 মার্চ:বছরখানেক আগেই বেলেঘাটা মেন রোডে একটি বেআইনি বহুতল পাশে থাকা একটি বহুতলের গায়ে হেলে পড়েছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল বুধবার গার্ডেনরিচ এলাকার পাহাড়পুর রোডে। যার জেরে আতঙ্ক ছড়াল ওই এলাকায়। ভেঙে পরা পাঁচতলা বিল্ডিংটি 134 নম্বর ওয়ার্ডের জে-474 পাহাড়পুর রোড গার্ডেনরিচ কলকাতা-14তে। দুই বাড়ির সমস্ত আবসিকরা বাইরে বেরিয়ে আসেন। খরব দেওয়া হয় কলকাতা কর্পোরেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পুলিশ। আশপাশ ঘিরে ফেলে তারা। কলকাতা কর্পোরেশনের ডেমোলিশন স্কোয়াডের কর্মীরা (Demolition Squad Workers of KMC)। তড়িঘড়ি ভাঙার কাজ চালান ৷

পাশেই বেহালার হেলিপ্যাড গ্রাউন্ড থাকায় তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় তিন তলার বেশি বহুতল তৈরির অনুমতি দেওয়া হয় না। তবে এলাকায় সেই অনুমতির কোনও তোয়াক্কা না-করেই মাথা তুলেছে বেআইনি বাড়ি। এই হেলে পড়া বহুতল বেআইনিভাবে নির্মাণ তা জানিয়েছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ। দুর্ঘটনার পরই বিল্ডিং বিভাগের তরফে ভাঙার জন্য লোক পাঠানো হয়েছে। তাঁরা ভাঙার কাজ করছেন। এই ঘটনায় বিরোধীরা ব্যাপকভাবে সুর চড়িয়েছে। তাদের দাবি, কলকাতাজুড়ে এভাবেই আইনের তোয়াক্কা না-করে চলছে বেআইনি প্রোমোটিংরাজ। বেলেঘাটা হোক বা গার্ডেনরিচ তা বারবার প্রমাণ মিলছে।

আরও পড়ুন:তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক সূত্রে খবর, বাড়িটি হেলে যাওয়ার খবর পাওয়ার পরেই আমদের লোক পাঠানো হয়েছে। ওই বাড়ি বেআইনি। হেলে যাওয়ার ফলে সবটাই বিপজ্জনক হয়ে গিয়েছে। ফলে পুরোটাই ভেঙে ফেলা হবে। পরিস্থিতি খতিয়ে দেখে নির্মাণকারীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। উল্লেখ্য, বছর খানেক আগে এমনই বেলেঘাটা মেন রোডে একটি বহুতলের গায়ে হেলে পড়ে আরও একটি বহুতল। হেলে পড়া বহুতলটি সারাতে নোটিশ জারি করেছে কলকাতা পৌরনিগম। ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা। এমন কসবার একটি পুকুর বুজিয়ে বাড়ি করার ক্ষেত্রেও ঘটেছিল।

ABOUT THE AUTHOR

...view details