পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংখ্যাধিক্যের জেরে বিধানসভায় পাশ দু'টি বিল - Two bills passed in West Bengal Assembly

মূলত রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় গুলোতে উন্নত গবেষণা সহ পঠন-পাঠন এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের জন্য বিলটি পাশ করা হয়।

West Bengal Assembly
ছবি

By

Published : Jan 29, 2021, 6:03 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : সংখ্যাধিক্যের জেরে বিধানসভায় পাশ হয়ে গেল দা ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় ল'জ অ্যামেন্ডমেন্ট বিল 2021 । একই সঙ্গে দ‍্য ওয়েস্টবেঙ্গল কোর্ট ফিস অ্যামেন্ডমেন্ট বিল 2021 পাশ হল বিধানসভায় । কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, সিপিআইএম বিধায়ক প্রদীপ কুমার সাহা, শাসকদলের বিধায়ক জ্যোতির্ময় কর, সিপিএম বিধায়ক আমজাদ হোসেন অংশগ্রহণ করেন দ‍া ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় ল'জ আমেন্ডমেন্ট বিলের আলোচনায় ।

আইন মন্ত্রী মলয় ঘটক দ‍া ওয়েস্টবেঙ্গল কোর্ট ফিজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনা করেন । শাসক এবং বিরোধী দলের বিধায়করা এক ঘণ্টার আলোচনায় অংশগ্রহণ করেন । মূলত রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় গুলোতে উন্নত গবেষণা সহ পঠন-পাঠন এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের জন্য বিলটি পাশ করা হয়।

আরও পড়ুন : রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ 2 সংশোধনী বিল

দ‍া ওয়েস্টবেঙ্গল কোর্ট ফিজ সংশোধনী বিল উত্থাপন করেন মন্ত্রি মলয় ঘটক। আদালতের কর্মপ্রক্রিয়া সরলি করনের জন্য বিলটি উথ্থাপন করা হয় । বিরোধীদের সংশোধনী গৃহীত না হলেও বিল দুটি পাস করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ‍্যোপাধ‍্যায়।

ABOUT THE AUTHOR

...view details