পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসম থেকে কলকাতায় ঢুকছিল 8 কোটির হেরোইন, গ্রেপ্তার 2 - two arrested with heroine

কলকাতায় মাদক পাচারের চেষ্টা । আবার অসমের নম্বর প্লেট লাগানো গাড়িতেই কলকাতায় ঢোকানো হচ্ছিল ওই মাদক । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

মাদক

By

Published : Aug 27, 2019, 9:09 PM IST

কলকাতা, 26 অগাস্ট : আবার কলকাতায় মাদক পাচারের চেষ্টা । আবার অসমের নম্বর প্লেট লাগানো গাড়িতেই কলকাতায় ঢোকানো হচ্ছিল ওই মাদক । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে । তারা দু'জনেই অসমের বাসিন্দা।

গ্রেপ্তার দুই মাদক পাচারকারী

অসম থেকে কলকাতায় ঢুকছে প্রচুর টাকার হেরোইন । সোর্স মারফত সেই খবর পাওয়ার পর সর্বত্র নজর রাখা হয়েছিল বলে STF সূত্রে খবর ৷ পরে সোর্স খবর দেয়, ওই মাদক ঢুকছে সড়কপথে । ঢোকানো হচ্ছে অসমের রেজিস্ট্রেশন করা একটি গাড়িতে । সেই সূত্রে অসমের নম্বর প্লেট লাগানো সব গাড়ির দিকেই নজর রাখা হচ্ছিল । এরপরই নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে একটি সেন্ট্রো গাড়ি আটকান গোয়েন্দারা । সন্দেহজনক সেই গাড়িতে ছিলেন দু'জন । গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে 2 কেজি 417 গ্রাম হেরোইন । যার বাজারমূল্য 8 কোটি টাকা । ঘটনায় 34 বছরের জয় গোপাল দেবনাথ এবং 40 বছরের হোসেন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের দু'জনেরই বাড়ি অসমের তিনসুকিয়ায়৷

অসমের এই গাড়ি করেই পাচার করা হচ্ছিল মাদক

এর আগে গত সপ্তাহে কলকাতা পুলিশের কাছে খবর ছিল, মণিপুর এবং নাগাল্যান্ড থেকে শহরে ঢুকছে পার্টি ড্রাগ । সেই সূত্রেই অসমের রেজিস্ট্রেশন করা একটি স্করপিও গাড়ির উপর নজর পড়ে গোয়েন্দাদের । ময়দান থানা এলাকার সৈয়দ বাবা মাজারের সামনে সেটিকে আটক করা হয় । তাতে ছিল চারজন । দু'জন মণিপুরের আর দু'জন নাগাল্যান্ডের বাসিন্দা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অফিসারদের কাছে খবর ছিল তেমনই । গাড়িটির সিটের কভার সরিয়ে দেখা যায় সেখানেও কিছু নেই । অথচ গাড়িতে থাকা চারজনের শরীরের অভিব্যক্তি বলছিল, কিছু একটা আছেই । পরে এক মেকানিককে ডেকে পাঠিয়ে খোলা হয় পিছনের সিট । তা খুলতেই বডি প্যানেল থেকে বেরিয়ে পড়ে মুঠো মুঠো ইয়াবা । ওজন 23 কেজি 300 গ্রাম । এরপরই গ্রেপ্তার করা হয় ওই চারজনকে । এর মধ্যে দু'জন মণিপুরের বাসিন্দা । আর একজন নাগাল্যান্ড ও আর একজন অসমের বাসিন্দা ।

এদিকে আজ ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা হচ্ছে যে ওই মাদক বিদেশ থেকে ঢুকেছিল কি না । ওই মাদক মায়ানমার থেকে আসছিল বলে সন্দেহ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কলকাতায় কার হাতে ওই মাদক তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details