পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাংরায় মাদক চক্রের 2 পান্ডা গ্রেপ্তার - গাঁজা, ব্রাউন সুগার

ট্যাংরায় মাদক চক্রে গ্রেপ্তার করা হল জয়দেব ও মণীশকে ।

গ্রেপ্তার

By

Published : Sep 7, 2019, 1:49 PM IST

Updated : Sep 7, 2019, 2:01 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : নামগুলো পাওয়া যাচ্ছিল । বিভিন্ন মাদক ব্যবসায়ীকে জেরা করে উঠে এসেছিল দু'টি নাম । জয়দেব হাজরা এবং মণীশ রজক । তারা দু'জনই নাকি ট্যাংরার মাদক জগতের পান্ডা । খোঁজ চলছিল তাদের । অবশেষে এল সাফল্য । তাদের গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেল ৷ উদ্ধার হয়েছে প্রচুর মাদক ।

ট্যাংরা এলাকায় ছড়াচ্ছে মাদক চক্রের জাল । চলছে গাঁজা, ব্রাউন সুগারের রমরমা কারবার । এর আগে কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তারও করে পুলিশ । পাওয়া গেছে মাদকের পুরিয়া । তারা মূলত খুচরো ব্যবসায়ী । এদের অনেকেই স্কুল-কলেজের পড়ুয়াদের টার্গেট করে চালাত ব্যবসা । তাদের জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল জয়দেব এবং মণীশের নাম ।

এরপরই শুরু হয় তাদের খোঁজ ৷ ট্যাংরা এলাকায় বারবার খোঁজ করেও পাওয়া যায়নি তাদের । কিন্তু, রাখা হচ্ছিল নজর । অবশেষে গতরাতে আসে সাফল্য । মাদক সহ গ্রেপ্তার করা হয় দু'জনকেই । উদ্ধার হয় ২০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা । যার বাজারমূল্য আনুমানিক কয়েক লাখ টাকা ।

পরে পুলিশ জানতে পারে, এই দু'জনের বাড়ি আদতেও ট্যাংরায় নয় । জয়দেব উত্তর পঞ্চান্ন গ্রামের গুলশান কলোনির বাসিন্দা । আর মণীশ এন্টালির পামার বাজার এলাকার । পুলিশ সূত্রে খবর, মূলত এই দুজনের কাছ থেকেই গাঁজা পেত খুচরো ব্যবসায়ীরা । এই গাঁজা তারা কোথা থেকে আনিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Last Updated : Sep 7, 2019, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details