পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথায় আঘাত করে লুট সাড়ে 5 লাখ, গ্রেপ্তার 2 - কলকাতা

17 জানুয়ারি সন্ধ্যায় কারখানা থেকে নগদ পাঁচ লাখ 41 টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন তারাপদ দে ৷ সেসময় তাঁকে পিছন থেকে মাথায় আঘাত করে টাকা ভরতি ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷ প্রায় 10 দিন পর ঘটনায় সাফল্য পেল পুলিশ ৷ মহেশতলা থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jan 26, 2020, 11:18 PM IST

Updated : Jan 26, 2020, 11:23 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : মাথায় আঘাত করে পাঁচ লাখ 41 হাজার টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে কোনও সূত্র পাচ্ছিল না পুলিশ । ক্ষোভ বাড়ছিল পর্ণশ্রী থানা এলাকার সাতঘড়া গ্রামের বাসিন্দাদের । ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ । আজ ভোররাতে গ্রেপ্তার করা হয় দু'জনকে । আলিপুর আদালতে তাদের তোলা হয় ৷

17 জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ সাতঘড়া গ্রামের একটি কারখানা থেকে পাঁচ লাখ 41 হাজার টাকা নিয়ে বকুলতলার অফিসে যাচ্ছিলেন তারাপদ দে ৷ অভিযোগ, তখনই তাঁর মুখ চাপা দিয়ে পিছন থেকে ধাক্কা মারে কেউ ৷ না সামলাতে পেরে রাস্তায় পড়ে যান তিনি ৷ দুষ্কৃতীরা তাঁর মাথায় আঘাত করে ৷ তারপরই তাঁর কাছ থেকে টাকা ভরতি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৷ ওইদিন রাতেই পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

কীভাবে টাকা ছিনতাই নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা ? জানালেন তারাপদবাবু

ঘটনার তদন্তে নেমে তল্লাশি শুরু করে পুলিশ ৷ লালবাজারের অ্যান্টি স্ন্যাচিং বিভাগের কর্মীরা খবর পেয়ে মহেশতলা এলাকায় তল্লাশি চালান ৷ তখনই গ্রেপ্তার করা হয়েছে বিশাল কুমার পান্ডে ও অবিনাশ কুমার সাউ নামে দু'জনকে ৷ পুলিশ সূত্রে খবর, দু'জনই মহেশতলার বোগা নোয়াপাড়ার বাসিন্দা ৷ বিশালের বয়স 21 বছর ৷ আর 25 বছর বয়সি অবিনাশ সাতঘড়া গ্রামের ওই কারখানারই প্রাক্তন কর্মী ৷ তাই তারপদবাবু যে ওইদিন টাকা নিয়ে যাবে, তা সে জানত ৷ সেই সূত্র ধরেই তারাপদর কাছ থেকে টাকা ছিনতাই করে তারা ৷ দু'জনকে গ্রেপ্তার করলেও ছিনতাইয়ের টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ৷

Last Updated : Jan 26, 2020, 11:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details