কলকাতা, 6 অক্টোবর : BJP নেতা মণীশ শুক্লার খুন-রহস্যের জট খুলছে ? বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে দু'জনকে । গুলাব শেখ এবং মহম্মদ খুররম । খুররমই না কি শার্প শুটার গুলাবের সঙ্গে যোগাযোগ করেছিল । তবে কেন এই খুন ? সেক্ষেত্রে উঠে আসছে প্রতিহিংসার বিষয়টিই । পিতৃহত্যার বদলা নিতেই না কি এই নৃশংস খুন । অন্তত প্রাথমিকভাবে পুলিশের ইঙ্গিত এমনই ।
মণীশের খুনে গতকালই CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল । যেখানে CID আধিকারিকদের পাশাপাশি রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তদন্তকারীদেরও । পুলিশ সূত্রে খবর, CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় প্রথমে । দুটি বাইক সনাক্ত করা হয় । এই বাইকেই ঘটনাস্থানে এসেছিল দুষ্কৃতীরা । সেই বাইকের সূত্র ধরে এক আততায়ীকে চিহ্নিত করা হয় । তার নাম গুলাব শেখ ।