পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিতৃহত্যার বদলা নিতেই খুন মণীশ ? গ্রেপ্তার 2 - বিজেপি নেতা মণীশ শুক্লা খুন

রবিবার রাতে খুন হন BJP নেতা মণীশ শুক্লা । আজ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

manish
মণীশ

By

Published : Oct 6, 2020, 10:28 AM IST

কলকাতা, 6 অক্টোবর : BJP নেতা মণীশ শুক্লার খুন-রহস্যের জট খুলছে ? বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে দু'জনকে । গুলাব শেখ এবং মহম্মদ খুররম । খুররমই না কি শার্প শুটার গুলাবের সঙ্গে যোগাযোগ করেছিল । তবে কেন এই খুন ? সেক্ষেত্রে উঠে আসছে প্রতিহিংসার বিষয়টিই । পিতৃহত্যার বদলা নিতেই না কি এই নৃশংস খুন । অন্তত প্রাথমিকভাবে পুলিশের ইঙ্গিত এমনই ।

মণীশের খুনে গতকালই CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল । যেখানে CID আধিকারিকদের পাশাপাশি রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তদন্তকারীদেরও । পুলিশ সূত্রে খবর, CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় প্রথমে । দুটি বাইক সনাক্ত করা হয় । এই বাইকেই ঘটনাস্থানে এসেছিল দুষ্কৃতীরা । সেই বাইকের সূত্র ধরে এক আততায়ীকে চিহ্নিত করা হয় । তার নাম গুলাব শেখ ।

গতকালই গুলাবকে আটক করা হয় । তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে উঠে আসে মহম্মদ খুররমের নাম । পেশায় ব্যবসায়ী খুররম । শার্প শুটার গুলাবের সঙ্গে যোগাযোগ করেছিল খুনের জন্য । গুলাবের সঙ্গে ছিল আরও তিনজন । তাদের খোঁজ চলছে ।

খড়দার বাড়িতে মৃত BJP নেতার দেহ, এলাকায় মিছিল

কিন্তু কেন এই খুন? পুরনো শত্রুতার জেরে আক্রোশ মেটাতেই মণীশ খুন । খুররমের বাবা এক সময়ে CPI(M) কর্মী ছিলেন । তিনিও খুন হয়েছিলেন । সেই খুনে উঠে এসেছিল মণীশের নাম । এরপর থেকেই মণীশ এবং খুররমের শত্রুতা ব্যারাকপুরে সর্বজনবিদিত । পুলিশের প্রাথমিক অনুমান, পিতৃহত্যার বদলা নিতেই খুনের ছক কষা হয় । গতকাল পুলিশ ইঙ্গিত দিয়েছিল, রাজনীতি নয় । পুরনো শত্রুতা থাকতে পারে এই খুনের পিছনে ।

ABOUT THE AUTHOR

...view details