কলকাতা, 1 নভেম্বর : শর্ত ছিল দু'টো । সোনার দোকানের একটু ঢিলেঢালা নিরাপত্তা, আর ভিড় । তেমন দোকান দেখলেই ঢুকে পড়ত ওরা দু'জন । তারপর বিক্রেতার অসতর্ক মুহূর্তে হাতসাফাই । এমনই এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই । উদ্ধার হয়েছে চুরির বেশ কয়েকটি গয়না ।
খদ্দের সেজে গয়না চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার 2 - দোকান ভিড় পেলেই হাত সাফাই
দোকান ভিড় পেলেই হাত সাফাই । অথবা অসতর্ক মুহূর্তে গয়না নিয়ে পালানো । এমনই এক চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকেই ।
লালবাজার সূত্রে খবর, গত 9 সেপ্টেম্বর বিবি গঙ্গুলি স্ট্রিটের একটি সোনার দোকানে খদ্দের সেজে অপারেশন চালায় ওই দল । ঘটনায় থানায় দায়ের হয় অভিযোগ । তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই দোকানের CCTV ফুটেজ । সেখানে দেখা যায় চোরে চোরে দুই মাসতুতো ভাই খদ্দের সেজে ঢুকে আংটি হাতে গলিয়ে পালাচ্ছে । এরপর শুরু হয় তাদের খোঁজ । সূত্র মারফত খবর পেয়ে বালি থানা এলাকায় রেইড করে পুলিশ । সেখানে 10 পঞ্চাননতলা রোড থেকে গ্রেপ্তার করা হয় 30 বছরের নির্মাল্য ভাদুড়ি ওরফে রানাকে । তাকে জিজ্ঞাসাবাদ করে নিউ ব্যারাকপুর থানা এলাকায় আবারও রেইড করে পুলিশ । গ্রেপ্তার করা হয় 31 বছরের সুনিল ভর ওরফে বাবুকে । বাবু মাসুন্দার সাগরি রেসিডেন্সিতে থাকে ।
এই দুই হাতসাফাইকারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা মূলত এই কাজই করত । রানার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি সোনার গয়না উদ্ধার করেছে । রিজেন্ট পার্ক, কালীঘাট, গরিয়াহাট থানা এলাকায় কায়দায় চুরি করেছে তারা । আর কোথায় কোথায় তারা ওই কাজ করেছে তা জানার চেষ্টা চলছে । ধৃতদের আদালতে তোলা হলে 1 নভেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।