পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমি সরকারের রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস নই : রাজ্যপাল - মঙ্গলবার রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন চলতে চলতে বন্ধ হয়ে যায়

আমি সরকারের কোনও রাবার স্ট্যাম্প নই । অথবা আমি কোনও পোস্ট অফিসও নই । মঙ্গলবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর । রাজ্য সরকারের পাঠানো বেশ কিছু বিল রাজ্যপাল স্বাক্ষর না করায় বিধানসভার অধিবেশন বন্ধ পয়ে যায় । এজন্য মঙ্গলবার রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন চলতে চলতে বন্ধ হয়ে যায় ।

Tweets of Jagdip Dhankar
জগদীপ ধনকড়

By

Published : Dec 4, 2019, 9:49 AM IST

Updated : Dec 4, 2019, 10:12 AM IST

কলকাতা, ৪ ডিসেম্বর : আমি সংবিধান মেনে কাজ করি । তাই কাউকে অন্ধভাবে অনুসরণ করি না । আমি সরকারের রাবার স্ট্যাম্প নই । আমি কোনও পোস্ট অফিসও নই । মঙ্গলবার এই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

রাজ্য সরকারের পাঠানো কয়েকটি বিলে রাজ্যপাল স্বাক্ষর করেননি । এর জেরে আজ ও আগামীকাল বিধানসভার অধিবেশন স্থগিত হয়েছে । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন । এভাবে বিধানসভার অধিবেশন স্থগিত হওয়া এক নজিরবিহীন ঘটনা । এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি । তবে বিষয়টি নিয়ে রাজ্যপাল বুধবার টুইট করেছেন ।

রাজ্যপাল টুইট করেন , " সংবিধানে যে নিয়ম রয়েছে, তার প্রেক্ষিতে আমি বিলগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব । " এদিকে, কার্য বিবরণী না থাকা সত্ত্বেও কেন বিধানসভা অধিবেশন ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস ও বাম বিধায়করা ।

Last Updated : Dec 4, 2019, 10:12 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details