কলকাতা, 17 মার্চ: যানজটের হাত থেকে অবশেষে মিলবে রেহাই ? শহর কলকাতায় এবার মেট্রোর ধাঁচে চলবে গাড়িও ৷ ট্র্য়াফিক জ্য়াম কমিয়ে আরও কম সময়ে যাতায়াতের ব্যবস্থা করতে তৎপর সরকার। নদীর নীচ দিয়ে ছয় লেনের রাস্তা দিয়ে ছুটবে গাড়িও ৷ দ্বিতীয় হুগলি সেতুর (Hoogly River Bridge) উপর থেকে চাপ কমাতেই এই বিশেষ উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি বলেন, "গঙ্গার নীচে মেট্রোর মতোই এবার ছুটবে গাড়িও। খুব দ্রুত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর তৈরির কাজ ইতিমধ্য়েই শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে।" বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে শেল্ড নদীর নীচে থাকা দুই লেনের সুড়ঙ্গ পথের আদলেই এই ছয় লেনের সুড়ঙ্গ পথ তৈরি করা হবে বলে খবর।
মেট্রোর ধাঁচেই গঙ্গার নীচ দিয়ে এবার গাড়ি চলাচলের ব্যবস্থা করার উদ্য়োগ নেওয়া হচ্ছে। যার জেরে যানজট এড়িয়ে সময় বাঁচিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছন সম্ভব হয়। জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের নেতাজী সুভাষ ডক থেকে শালিমার বা বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত গঙ্গার (Gages) নীচ দিয়ে তৈরি হবে টানেল। মূলত, কন্টেনার যাতায়াতের জনই এই ব্যবস্থা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর জেরে, আর্থিকভাবে কলকাতা বন্দর কর্তৃপক্ষও অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।