পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার জেরে লোকসানের মুখে ট্রাক মালিকরা - coronavirus news

কোরোনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে ৷ বাদ যায়নি ট্রাকমালিকরাও ৷ বন্ধ হতে বসেছে আমদানি-রপ্তানি, ব্যাপক ক্ষতির মুখে ট্রাক মালিকরা ৷

Truck owners face huge losses due to  Corona effect
কোরোনার জেরে ব্যাপক লোকসানের মুখে ট্রাক মালিকরা

By

Published : Mar 20, 2020, 9:16 AM IST

কলকাতা, 20 মার্চ : কোরোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী । একরকম বন্ধের মুখে সমস্ত কাজকর্ম ও অফিসগুলিও । ট্রাকে করে যেসব মাল বিদেশে রপ্তানি করা হয় তাও বন্ধের মুখে পড়েছে । এর জেরে ব্যাপক লোকসানের মুখে পড়েছে ট্রাক মালিকরা।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সজল ঘোষ বলেন, "গত কয়েকদিন আমদানি-রপ্তানি কার্যত বন্ধ । আগে আন্তর্জাতিক বর্ডার যেমন ঘোজাডাঙা, পেট্রাপোল, চ্যাংড়াবান্ধার মতো যেসব জায়গা দিয়ে ট্রাকে করে মাল রপ্তানি করা হত সেসব পয়েন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে । তাই আগে যেখানে প্রতিদিন প্রায় 404 থেকে 550 মত গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করত সেখানে এখন দিনে খুব বেশি হলে 100 বা 150 টা ট্রাক যাতায়াত করছে । কোন গাড়ি বর্ডার পারাপার করতে পারছে না ।’’ তিনি আরও জানান যে লোডিং পয়েন্টগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে । যেমন মুম্বই থেকে জীবনদায়ী ওষুধ আসে, নাসিক থেকে ফল আসে, গুজরাত থেকে জামা- কাপড় আসে, কেরল থেকে মাছ আসে ও হায়দ্রাবাদ থেকে ডিম আসে। এখানে অর্ধেকের বেশি লোডিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে । এমনকি ম্যানুফ্যাকচারিংয়ের কাজ বন্ধ রয়েছে ।

এর ফলে কয়েক হাজার কোটি টাকার লোকসান হচ্ছে ট্রাক মালিকদের । পশ্চিমবঙ্গে ঢোকার আগে যেসব জায়গায় চেকিং হয় সেসব জায়গায় চেকিং এর ফলে মাইলের পর মাইল ট্রাক দাঁড়িয়ে যাচ্ছে । আগে 20 থেকে 30 হাজার গাড়ি ঢুকলে এখন সেই সংখ্যা কমে 6 থেকে 7 হাজারে গিয়ে দাঁড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details