কলকাতা, 24 ডিসেম্বর: গ্যাস গুদামের সামনেই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন (Fire at Baishnabghata) ৷ শনিবার বেলা 12টা নাগাদ পাটুলি থানার বৈষ্ণবঘাটা এলাকার ঘটনা । খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায় । যদিও দু’টি ইঞ্জিনের তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোনও হতাহতের খবর নেই ।
তবে, আগুন লাগার কারণে ইএম বাইপাস (EM Bypass) থেকে পাটুলি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয় । এই ঘটনায় গ্যাস গুদাম (Gas Warehouse) কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজকুমার মণ্ডল । গ্যাস গুদামের মালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ইটিভি ভারতকে ।
বৈষ্ণবঘাটার ওই গ্যাস গুদামের সামনেই রাস্তার উপরে গাড়িতে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো হয় । প্রতিদিনের মতোই আজও সিলিন্ডার ওঠানো নামানো চলছিল । সেই সময় হঠাৎ ট্রাকের সামনের অংশে আগুন লেগে যায় । তড়িঘড়ি 172টি সিলিন্ডার ট্রাক থেকে নামিয়ে নেওয়া হয় । কোনও সিলিন্ডারে আগুন লাগেনি বলে জানা গিয়েছে ।