কলকাতা/দুর্গাপুর, 2 জানুয়ারি: কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতার বিরুদ্ধে এবার অনির্দিষ্টকালের জন্য চাক্কা জ্যামের ডাক দিল খিদিরপুর পোর্ট এলাকায় বিভিন্ন সংস্থার হয়ে কাজ করা ট্রাকচালকরা ৷ পথ দুর্ঘটনা আইনে 10 বছরের কারাদণ্ড ও 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধানের বিরুদ্ধে এই আন্দোলন বলে জানিয়েছেন বন্দর এলাকার ট্রাক ইউনিয়নের নেতারা ৷ অন্যদিকে, সংহিতার পরিবহণ সংক্রান্ত আইনের প্রতিবাদে কাঁকসায় 'স্টিয়ারিং ছাড়ো আন্দোলন' শুরু করেছে তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থার ট্যাঙ্কার চালকরা ৷ তিনটি তেল সংস্থার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলকারী ট্যাঙ্কার চালকরা ৷
তাঁদের দাবি, কেন্দ্র নয়া আইন আনার আগে পথ দুর্ঘটনা কেন ঘটছে ? তা যাচাই করে দেখল না ৷ কোন যুক্তিতে ট্রাক চালকদের উপর এই শাস্তির খাড়া ঝুলিয়ে দেওয়া হল ? প্রশ্ন তুলেছে, তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থার ট্যাঙ্কার চালকরা ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন প্রান্তে জাতীয় সড়কের অবস্থা বেহাল ৷ কোথাও আবার ব্যাপক যানজট হয় ৷ সেই কারণেই দুর্ঘটনা ঘটছে বিভিন্ন সময় ৷ এর দায় কেন্দ্রীয় সরকারের ৷ তাঁরা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার হঠাৎই নয়া পরিবহন আইন বলবৎ করেছে ৷ যেখানে বলা হচ্ছে, কোথাও দুর্ঘটনা ঘটলে চালকদের লক্ষাধিক টাকার জরিমানার দিতে হবে ৷ এই আইন তারা মানছে না বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ট্যাঙ্কার চালকরা ৷
এই আইনের বিরুদ্ধেই দেশ জড়ে সরব হয়েছে বিভিন্ন ট্রাক চালক সংগঠনগুলি ৷ এই আইন প্রত্যাহারের দাবিতে আজ খিদিরপুরেও বিক্ষোভে নামল বন্দর এলাকার ট্রাক ইউনিয়নগুলি ৷ যার জেরে খিদিরপুর ডক এলাকায় বন্ধ হয়ে গিয়েছে কাজকর্ম ৷ আইন প্রত্যাহারের দাবিতে, অনির্দিষ্টকালের জন্য চাক্কা জ্যামের কথা ঘোষণা করেছে সংগঠনগুলি ৷ যতদিন না আইন সংশোধন বা প্রত্যাহার করা হচ্ছে, ততদিন খিদিরপুর ডকের প্রায় 1400 ট্রাক ও ট্রেলারের স্টিয়ারিং ধরবেন না চালকরা ৷