কলকাতা, 2 জানুয়ারি:অবিলম্বে কেন্দ্র 'কালা আইন' প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে রাজ্যের ট্রাক মালিক সংগঠন । মঙ্গলবার চরম হুশিয়ারি দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্য়াসোসিয়েশন। এই মর্মে আজ প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও পাঠিয়েছেন ফেডারেশনের সদস্যরা ।
হিট অ্যান্ড রান সম্পর্কিত নতুন আইন:
ভারতীয় ন্যায় (দ্বিতীয়)সংহিতা, 2023 আইন লাগু করা হয়েছে ৷ আইন অনুসারে ট্রাকের ক্ষেত্রে 'হিট এন্ড রান'-এর ঘটনা ঘটলে ট্রাক চালককে থানায় জানাতে হবে ৷ চালক পালিয়ে গেলে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ৷ পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জেলও হতে পারে । এই নিয়মটি 109 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ভারতীয় ন্যায় (দ্বিতীয়)সংহিতা ৷ এই নয়া আইনের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের ট্রাক মালিক সংগঠন এবং চালক পক্ষ ।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জনানো হয়েছে, নতুন আইন যদি ট্রাক চালকদের মানতে হয় তবে রাস্তায় আর গাড়ি চলবে না । ট্রাক চালিয়ে যে অর্থ উপার্জন করে সেই অর্থ থেকে বিপুল অঙ্কের টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। তাই ট্রাক চালকরা গাড়ি চালাতে চাইছেন না । এই প্রসঙ্গেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "অত্যাবশ্যক খাদ্যদ্রব্য, রেশন, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছুই এই ট্রাকে করে আসে । তার উপর আজ থেকে অয়েল ট্যাংকারের চালক এবং মালিকরাও এই ধর্মঘটে যুক্ত হয়েছেন ৷ ফলে একাধিক পেট্রোল পাম্পে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে । এই আইন প্রত্যাহার করা না হলে লাগাতার চলবে এই প্রতিবাদ ধর্মঘট।" এর ফলে চরম সংকটের মধ্যে পড়বেন দেশবাসীরা ।
টানা ধর্মঘটের হুমকি ট্রাক মালিক সংগঠনের প্রসঙ্গত, এই আইনের বিরোধিতা করে দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । আগে হিট অ্যান্ড রান মামলার আইন অনুসারে দু ' বছরের সাজা হত । এদিকে ট্রাক ধর্মঘটের জেরে রাজ্যের জাতীয় ও রাজ্য সড়কে প্রবেশ ও বাহির হওয়ার পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
- কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'
- বিহারে আদালতের জাল নথি দিয়ে বালিবোঝাই ট্রাক থানা থেকে নিয়ে গেল পাচারকারীরা
- ছত্তিশগড় থেকে রওনা হল 11 ট্রাক, মন্দির উদ্বোধনে প্রসাদের জন্য 300 মেট্রিক টন সুগন্ধী চাল যাচ্ছে অযোধ্যায়