পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata Truck Problem: ট্রাকের সময়সীমা বেঁধে দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছে মালিকপক্ষ; সমাধানের আশ্বাস পরিবহণ মন্ত্রীর

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:58 PM IST

বর্তমানে কলকাতায় ট্রাক চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে ৷ এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাক চালক ও মালিকরা ৷ বিষয়টি নিয়ে ট্রাক সংগঠনগুলির তরফে রাজ্যের পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 26 অগস্ট: বেহালা চৌরাস্তায় চলতি মাসে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর থেকেই শহরে ট্রাকের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ শহরে ট্রাক প্রবেশ করা এবং বেরনোর ক্ষেত্রে সময় বেধে দেওয়া হয়েছে । এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাক মালিকরা ৷ এই বিষয়টি নিয়ে বিভিন্ন ট্র্যাক সংগঠনগুলি পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে চিঠি দিয়ে তাঁদের সমস্যার কথা জানিয়েছিল । যার প্রেক্ষিতে সম্প্রতি ট্রাক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ট্রাফিক পুলিশের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মন্ত্রী । সমস্যার সমাধানে সুচিন্তিত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

এই বিষয়ে পোস্তা গুডস ট্রান্সপোর্ট অপারেটর অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোনু উপাধ্যায় জানান, ট্রাকগুলি লোড হয়ে 12টা থেকে 4 টের মধ্যে যে বেরিয়ে যাওয়ার সময় ছিল, তা বন্ধ করে দেওয়ার ফলে শহরের পাইকারি বাজার যেমন মানিকতলা, পোস্তা, মেছুয়া, বড়বাজার-সহ অন্যান্য বাজারগুলিতে লরি পার্ক করার জায়গায় অভাব দেখা দিয়েছে । কারণ আগে কিছু গাড়ি এসে আনলোড করে বেরিয়ে যেত । তার জায়গায় আবারও আরও কিছু করি এসে লোড বা আনলোড করে বেরিয়ে যেত । কিন্তু এখন যে গাড়িগুলি প্রবেশ করছে লোড বা আনলোড হওয়ার পরেও তাঁকে বেরোবার জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে । অন্যদিকে একই সময় গাড়ি প্রবেশ করলে এবং বেরোলে রাস্তা এবং হাইওয়েতে চরম যানজটের সৃষ্টি হচ্ছে ।

তিনি আরও জানান, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে শুধু শহরের বাজারগুলিতে নয় সারা রাজ্যেই পণ্য এবং জরুরি পরিষেবার সামগ্রী, যেমন ওষুধ পৌঁছনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দেবে । কারণ গোডাউন থেকে পণ্য গাড়িতে লোড করে রাজ্যের বিভিন্ন ছোট ছোট বাজারগুলিতে পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে । এর জেরে জেলাগুলিতে সামগ্রীর অভাব দেখা দেবে । অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য রাজ্যে এসে পৌঁছতেও সমস্যা এবং দেরি দুটোই হবে । এর ফলে ডিমান্ড ও সাপ্লাই চেনের উপর ব্যাপকভাবে প্রভাব পড়বে ।

ফেডারেশন অফ ট্রাক অপারেটেস অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ বোস এই প্রসঙ্গে বলেন, লোড বা আনলোড করে অযথা ট্রাক দাঁড়িয়ে থাকছে সেগুলি যদি বেরিয়ে যেতে পারত তাহলে সেই জায়গায় অন্য আরও ট্রাক ঢুকে আনলোড করে সেগুলোই আবার নিয়মমাফিক বেরিয়ে যেতে পারত । যেহেতু এখন সেটা হচ্ছে না তাই যেই ট্রাকগুলি শহরে ঢোকার জন্য রাত দশটা পর্যন্ত অপেক্ষা করছে এবং যে ট্রাকগুলি আবার রাত দশটার সময় বেরোবার জন্য অপেক্ষা করছে সেগুলি একসঙ্গে চলাচল শুরু করছে । একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে অন্যদিকে ট্রাকের মধ্যে পচনশীল মালগুলি নষ্ট হয়ে যাচ্ছে ।

আরও পড়ুন: রেয়াত না করেই প্রাক্তন পুলিশকর্তা থেকে তৃণমূল কর্মীর 'বেআইনি' বাড়ি ভাঙল কর্পোরেশন

তিনি আরও জানান, ইতিমধ্যেই অল ইন্ডিয়া মোটর কংগ্রেস থেকে জানানো হয়েছে , রাজ্যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাইরের গাড়ি মাল নিয়ে আর এই রাজ্যে আসবে কি না সেই নিয়ে তারা চিন্তা করবেন । অর্থাৎ এমনটা যদি হয় তাহলে বাইরের থেকে যেই পণ্যগুলি আসে সেগুলি রাজ্যে আর আসবে না, অন্যদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়বে । তিনি জানিয়েছেন, এই অবস্থা যদি বেশিদিন চলতে থাকে তাহলে ট্রাক মালিকদের ব্যবসা একেবারে লাটে ওঠার জোগাড় হবে কারণ ইতিমধ্যেই তারা ব্যাপক আর্থিক সমস্যার মধ্যে পড়েছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে সেই সমস্যা আরও গুরুতর পর্যায়ে পৌঁছে যাবে । তবে মালিকপক্ষ জানিয়েছে, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে তাদের এই বৈঠক ইতিবাচক । এই বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ করার বিষয়ে আলোচনা করবে পরিবহণ দফতর এবং ট্রাফিক বিভাগ ।

গত 4 আগস্ট বাবার সঙ্গে স্কুল যাওয়ার সময় লরির ধাক্কায় বেহালা চৌরাস্তায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার এবং তার বাবা গুরুতরভাবে আহত হন ৷ এই ঘটনার জেরে রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায় ৷ এই ঘটনার জেরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয় । শহরে ট্রাক, লরি-সহ অন্যান্য বড় পণ্যবাহি গাড়ির প্রবেশ এবং বেরনোর ক্ষেত্রেও সময়ের পরিবর্তন করা হয় । এই ঘটনার আগে পণ্যবাহী গাড়িগুলির শহরে প্রবেশ করার সময় ছিল রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত । এই সময় দু'ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে । অর্থাৎ বর্তমানে পণ্যবাহী ট্রাক ও লরি রাত 10টা থেকে সকাল 6 টার মধ্যে প্রবেশ করছে শহরে । অন্যদিকে শহর থেকে এই গাড়িগুলি বেরনোর সময় ছিল বেলা 12 থেকে বিকেল 4 টের মধ্যে । এই সময়টি একেবারেই তুলে দেওয়া হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে । এর ফলে পরিস্থিতি জটিল হয়েছে, ওই একই সময় রাত 10টা থেকে সকাল 6 টার মধ্যেই ট্রাক শহরে ঢুকবে আবার বেরিয়েও যাবে ।

ABOUT THE AUTHOR

...view details