পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tripura Civic Body Polls : ত্রিপুরার পৌরভোটে মুখোমুখি লড়াইয়ে বিজেপি-তৃণমূল, ঘোষিত নির্ঘণ্ট

করোনা সংক্রমণ থাকলেও তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ৷ তাই ত্রিপুরার নির্বাচন কমিশন পৌরভোটের দিন ঘোষণা করেছে গতকাল ৷ বিপ্লব দেবের রাজ্যে জায়গা করতে জোরদার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ তাই দল জানিয়েছে, আসন্ন পৌরভোটে অংশগ্রহণ করবে ঘাসফুল ৷ উত্তর-পূর্বের রাজ্যটিতে পদ্মফুল বনাম ঘাস-ফুল যুদ্ধের সূচনা হবে পৌরভোট দিয়ে ৷

বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস
বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস

By

Published : Oct 23, 2021, 6:59 AM IST

আগরতলা, 23 অক্টোবর : 25 নভেম্বর ত্রিপুরায় পৌরভোট ৷ শুক্রবার রাজ্যের নির্বাচন কমিশন (Tripura State Election Commission, SEC) ঘোষণা করেছে রাজ্যের 8টি জেলায় আগরতলা পৌরনিগম-সহ (Agartala Municipal Corporation) 20টি অঞ্চলে পৌরভোট হবে ৷ 2020-র 18 ডিসেম্বর এই পৌরনিগম প্রশাসনের মেয়াদ ফুরিয়ে গেলেও কোভিড অতিমারির কারণে পুনর্নির্বাচন সম্ভব হয়ে ওঠেনি ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, এখন রাজ্যের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজ্য নির্বাচন কমিশন (SEC) পৌরভোটের সিদ্ধান্ত নিয়েছে ৷ 2018 সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসে ৷ তারপর এই প্রথম পৌরভোট হতে চলেছে ৷ বিপ্লব দেব প্রশাসনের অধীনে থাকা উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বিজেপি প্রতিরোধে নিজের জায়গা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC) ৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আসন্ন নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস ৷

গতকাল ফের ত্রিপুরায় আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেস ৷ তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে নেমেছে তৃণমূল । আমতালিতে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷ সেই সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও । সাংসদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি । তার মধ্যে পৌরভোটের দিনক্ষণ ঘোষিত হওয়ায় উত্তাপ বেড়ে গেল কয়েকগুণ ৷

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলে চূড়ান্ত রণকৌশল তৈরি করা হবে ৷ বিজেপি শাসিত রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা 5 লক্ষ 94 হাজার 772 ৷ 2021-এর জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী 3 লক্ষ 377 জন মহিলা ভোটার আর পুরুষ ভোটারের সংখ্যা 2 লক্ষ 93 হাজার 979 জন ৷

আরও পড়ুন : TMC Attack in Tripura : ত্রিপুরায় সুস্মিতার উপর আক্রমণের পর টুইটে সরব অভিষেক

নির্বাচনের দিন ঘোষণার পর রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে জানিয়েছেন, 27 অক্টোবর নির্বাচন সংক্রান্ত নোটিস জারি করা হবে এবং নিয়মানুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে ৷ 3 নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং মনোনয়নপত্র বাতিল করার শেষ দিন 8 নভেম্বর ৷ তিনি জানিয়েছেন, এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের 23টি সাব-ডিভিশনের (sub-division) 18টিতে ইতিমধ্যে 'আদর্শ নির্বাচনী আচরণবিধি' (model code of conduct) কার্যকরা হয়েছে ৷

পরিস্থিতি অনুযায়ী ওয়েবকাস্টিং (webcasting) বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, জানিয়েছেন নির্বাচন কমিশনার ৷ জানা গিয়েছে, ত্রিপুরায় আগরতলা পৌরনিগম-সহ 20টি পৌরনিগমে মোট 334টি আসনে ভোট হবে ৷ এর মধ্যে 8টি তফশিলি উপজাতি (Scheduled Tribes), 85টি তফশিলি জাতি (Scheduled Castes) এবং 157টি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে ৷ সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত 770টি পোলিং বুথে ভোট চলবে ৷ 28 নভেম্বর সকাল 8টায় ভোটগণনা শুরু হবে ৷ 4 ডিসেম্বরের মধ্যে ভোটের সামগ্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে, জানিয়েছেন এম এল দে ৷

ABOUT THE AUTHOR

...view details