পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 21, 2019, 8:31 PM IST

ETV Bharat / state

তৃণমূলের স্টার ক্যাম্পেনার মমতাই, তালিকায় অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলি

"প্রার্থী যেই হোক ৪২ টি কেন্দ্রেই তৃণমূলের তরফে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।" এমন কথাই প্রচারে বলছেন তৃণমূলের শীর্ষ নেতারা।

মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২১ মার্চ : "প্রার্থী যেই হোক ৪২ টি কেন্দ্রেই তৃণমূলের তরফে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।" এমন কথাই প্রচারে বলছেন তৃণমূলের শীর্ষ নেতারা। লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রচারের প্রধান মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূল স্টার ক্যাম্পেনারের যে তালিকা জমা দিয়েছে, তাতে সেই অর্থে স্টার বলতে একমাত্র তৃণমূল সুপ্রিমো। অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলি এবং ইন্দ্রাণী হালদার।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলকেই জমা দিতে হয় স্টার ক্যাম্পেনারদের তালিকা। অন্যান্য দলের তরফে এখনো সেই তালিকা জমা না পড়লেও, তৃণমূলের তালিকা জমা পড়েছে। সেখানে তারকা প্রচারক হিসেবে নাম রয়েছে ৪০ জনের। তালিকায় প্রথম নামটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও আছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখার্জি, ডেরেক ও'ব্রায়েন, মমতা বালা ঠাকুর, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শিশির অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, অসীমা পাত্র, রাজীব ব্যানার্জি, পূর্ণেন্দু বসু, দোলা সেন, নাদিমুল হক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তনু সেন, তাপস রায়, সুজিত বোস, সৌরভ চক্রবর্তী, গৌতম দেব, সুকুমার হাঁসদা প্রমুখের নাম। তৃণমূলের তরফে লোকসভায় প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান, মিমি চক্রবর্তী, অভিনেতা দেবের নামও রয়েছে তালিকায়। এছাড়াও অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রাণী হালদার, অরিন্দম শীলের নাম। সব মিলিয়ে তৃণমূল-কংগ্রেস আসন্ন লোকসভায় রাজনৈতিক ব্যক্তিত্বদের উপরেই বেশি আস্থা রাখছে।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details