পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার বঞ্চিতদের কথা তুলে ধরে 51 হাজার চিঠি শাহকে পাঠাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস - অমিত শাহকে চিঠি

Trinamool Youth Congress writes to Amit Shah: শহরে অমিত শাহের সভার দিনেই তাঁর দিল্লির বাসভবনের ঠিকানায় 51 হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস ৷

Trinamool Youth Congress writes to Amit Shah
একান্ন হাজার চিঠি অমিত শাহকে পাঠাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 12:02 PM IST

Updated : Nov 29, 2023, 1:45 PM IST

কলকাতা, 29 নভেম্বর: আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ তাঁর সভা । সভার আগেই শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি । আর এ সবের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোলা চিঠি লিখল তৃণমূল যুব কংগ্রেস । রাজ্যকে বঞ্চনার তথ্য দিয়ে তাঁকে লেখা হয়েছে 51 হাজার চিঠি । সেই চিঠি সরাসরি সোশাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনেও ।

প্রসঙ্গত 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না । যাঁরা 100 দিনের কাজ করেছেন তাঁদের অর্থ দীর্ঘদিন ধরে বন্ধ । ইতিমধ্যেই দিল্লি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে আন্দোলন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সংসদের শীতকালীন অধিবেশনের সময়ই আরও একবার এই আন্দোলন দিল্লিমুখী করতে চলেছে রাজ্যের শাসকদল ।

এর পালটা হিসেবে আজ যখন অমিত শাহের নেতৃত্বে ধর্মতলায় সভা করতে চলেছে বিজেপি, ঠিক তখন তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ 51 হাজার চিঠি পাঠাতে চলেছেন অমিত শাহকে । আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের পোস্ট অফিস থেকে এই 51 হাজার চিঠি পোস্ট করা হবে এবং দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের ঠিকানায় এই চিঠি পাঠানো হবে ।

এই চিঠিতে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলার শ্রমজীবী মানুষেরা কাজ করে তার টাকা পাচ্ছেন না ৷ তাঁদের সংখ্যাটা কত এবং টাকার পরিমাণ কত, এই অর্থ আটকে রাখার কারণে তাঁদের কী ধরনের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে, তাও এই চিঠিতে উল্লেখ থাকছে ।

উল্লেখ্য, এর আগে অর্থ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানো হয়েছিল । একইসঙ্গে, কেন্দ্রের যে গ্রামোন্নয়ন মন্ত্রক, সেখানেও চিঠি পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস । এ বার যে দিন অমিত শাহ সভা করতে আসছেন শহরে, সে দিনই সোশাল মিডিয়াতে পোস্ট করে সেই চিঠি জনগণের সামনে তুলে ধরছে তৃণমূল ছাত্র-যুবরা ।

আরও পড়ুন:

  1. 'বাংলার রাজনীতিতে মোড় ঘোরাবে আজকের সভা', হাওড়ার মিছিল থেকে বললেন বিজেপি রাজ্য সভাপতি
  2. 'মোটা ভাই ভোট নাই', শাহের সভার আগে বিতর্কিত ফ্লেক্স শহরের বিভিন্ন রাস্তায়
  3. 'শাহী' সভামুখী গেরুয়া শিবির, অবরুদ্ধ রাস্তা চিহ্নিত করল লালবাজার
Last Updated : Nov 29, 2023, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details