কলকাতা, 2 ডিসেম্বর: গুজরাতে বিজেপির (BJP) হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে প্রাক্তন বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিরুদ্ধে । তাঁর এই বক্তব্য ঘিরে বাংলার রাজনীতিতে বাড়ছে উত্তাপ । বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং অন্যতম বিরোধী দল সিপিএমের (CPIM) অভিযোগ, পরেশের বক্তব্য়ে শুধু বাঙালি বিরোধিতাই প্রকাশ পায়নি । তিনি বাঙালির খাদ্যাভ্যাস ও মাছ ভালবাসা নিয়েও অপমানজনক কথাবার্তা বলেছেন ।
যদিও ইতিমধ্যেই এই নিয়ে ক্ষমা চেয়েছেন পরেশ রাওয়াল । তবুও তাঁর বিরুদ্ধে সরব রাজ্যের তৃণমূল (TMC) ও সিপিএম । শুক্রবার এই নিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপি নেতাদের বাঙালির প্রতি প্রকৃত ভাবনা উঠে এসেছে পরেশ রাওয়ালের বক্তব্যে । তারা এমন বক্তব্যে গোটা বাঙালি সমাজকে অপমান করেছে । এর জন্য ক্ষমা চাইতে হবে বিজেপিকে ।
এদিন ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘বিজেপি বলে ভারত মাতার জয় । কিন্তু ন্যাশনাল সং বন্দেমাতরম-এর মাধ্যমে দেশকে মা বলা প্রথম যদি কেউ শিখিয়ে থাকে, তা শিখিয়েছে বাঙালি । কারণ, এই সংগীত রচনা করেছিলেন গর্বিত বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।’’
কলকাতার মেয়র আরও বলেন, ‘‘বন্দেমাতরম যিনি লিখেছিলেন, তিনি মাছ খেতেন ৷ তিনি বাঙালি ছিলেন । দেশে নোবেল প্রাইজ যিনি প্রথমবার নিয়ে এসেছিলেন, তিনি একজন বাঙালি ছিলেন । দ্বিতীয়বারও যিনি নোবেল প্রাইজ নিয়ে এসেছিলেন, তিনি বাঙালি ছিলেন এবং মাছ খেতেন । ভারতের অস্তিত্ব আছে, বাঙালি আছে তাই । তাই বাঙালিকে অবজ্ঞা করো না ।’’
পরেশ রাওয়ালের এই ভাষণের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের আইটি শাখার প্রধান দেবাংশু ভট্টাচার্যও । তিনি বলেন, ‘‘মোদীজি (PM Narendra Modi) গ্যাস এবং এলপিজি-র মূল্যবৃদ্ধির জন্য ক্ষমতায় এসেছিলেন । পরেশ রাওয়াল কি ভুলে গিয়েছেন ? গ্যাসের দাম বাড়লে তা হিন্দু-মুসলমান উভয়কেই প্রভাবিত করে । এটা লজ্জাজনক যে পরেশ যিনি 'ওহ মাই গড'-এর মতো একটা ছবি বানিয়ে বলেছেন যে তিনি ধর্মের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তিনি গুজরাতে শুধু দু'টি ভোট পাওয়ার জন্য এমন কথা বলছেন ।’’