কলকাতা, 7 জুন: বালাসোরের ট্রেন দুর্ঘটনা এবং পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয়তা টেনে একাধিক পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশির সময় নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল । ট্রেন দুর্ঘটনার জেরে বিজেপি কোণঠাসা হচ্ছে । আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় ব্যাপক সাফল্যে নজর ঘোরাতেই এই তল্লাশি বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ।
বুধবার তিনি বলেন, "তদন্তের মূল বিষয়ে কোন মন্তব্য করব না । কিন্তু, এই তল্লাশি অভিযানের সময় নিয়ে প্রশ্ন অবশ্যই থাকছে । টেন দুর্ঘটনার পর বিজেপি ক্রমশ কোণঠাসা হচ্ছে । বিজেপির প্রতি মানুষের বিরক্তি বাড়ছে । বিজেপির গাফিলতি ধামাচাপা দেওয়া । এসব করতে কেন্দ্রীয় এজেন্সির বাহুবল দেখানোর অন্যতম কারণ । বরং, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার সক্রিয়তার সহিত মানুষের পাশে দাঁড়িয়েছেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে । মানুষ এগিয়ে আসছে । ফলে বোঝাই যাচ্ছে কেন এই সময়ে তল্লাশি অভিযান চলছে । এজেন্সিকে দিয়ে কীভাবে বিজেপি কাজ করছে তা বারেবারে প্রমাণিত হচ্ছে ।"
আরও পড়ুন:কালীঘাটের কাকুর বয়ান মিলিয়ে রুজিরাকে প্রশ্ন করতে পারে ইডি
কুণালের অভিযোগ, দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় অভিযোগ উঠে আসছে । বিজেপি শাসিত বহু রাজ্যে বহু রকম অনিয়ম । কই সেখানে তো এরকম কেন্দ্রীয় এজেন্সিরাজ চলছে না । এনআইএ, ইডি ও সিবিআই যাচ্ছে না সেখানে ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি বিরোধী ঐক্য মঞ্চের প্রসঙ্গ টেনে কুণালের আরও বক্তব্য, কাঁথি পৌরসভা সারদার টাকা ঢুকেছে । অভিযান চালিয়ে প্রমাণ করা যাবে শুভেন্দু চোর । বিজেপির গাফিলতি প্রকাশ্যে চলে আসবে । যে সমস্ত না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার যখন রাজ ধর্ম পালন করছে ৷ দিল্লিতে এখন বিজেপি বিরোধী ব্যাপক জোট দানা বাঁধতে শুরু করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ছে ৷ রাজনৈতিক দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছেন ও বৈঠক করছেন । সেখানে এই অন্যতম বিকল্প মঞ্চের ঘর কেন্দ্র হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পশ্চিমবঙ্গকে টার্গেট করে ভুলবার্তা দিয়ে নজর ঘোরাবার জন্য, নেতিবাচক প্রচারের মাধ্যমে আতঙ্ক তৈরি করে ভয় দেখাতে, এই পক্ষপাততুষ্ট সিবিআই অতি সক্রিয়তা দেখাচ্ছে ।
আরও পড়ুন:পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় সিবিআই হানা, অয়নের বাড়িতে ম্যারাথন তল্লাশি
পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের বাড়িতে তল্লাশি এবং তথ্য উদ্ধারের প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "যে গুটিকয়েক লোক অন্যায় করেছে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় সেখানে কেউ কথা বলতে যাবে না । কিন্তু এই ঘটনাগুলিকে দেউলিয়া বিজেপি রাজনৈতিক স্বার্থে আতঙ্ক ছড়ানোর জন্য ও ত্রাস সৃষ্টি করার জন্য ব্যবহার করছে । বিচ্ছিন্ন ঘটনাকে পরিকল্পনামাফিক সামগ্রিক রূপ দেওয়ার অপচেষ্টা চলছে । এ কারণেই এই সিবিআইয়ের বাহুবলী আচরণের সময় নিয়ে একশোবার প্রশ্ন থাকছে ।"