কলকাতা, 10 জুলাই: গত কয়েকটা নির্বাচনে দেখা গিয়েছে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে । সাগরদিঘি নির্বাচনের পর সংখ্যালঘু সমর্থন ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল রাজ্যের শাসকদল । মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে সংখ্যালঘু মুখ হিসাবে সমাজকর্মী সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল । কিন্তু দলের সংখ্যালঘু সেল বা কোনও শাখা সংগঠনেরই নেতা সেই তালিকায় জায়গা পেলেন না । বরং যিনি প্রার্থী হলেন তাঁর সঙ্গে দূর দূরান্তে খুঁজলেও গতকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও যোগ ছিল না ।
তাঁর পরিচয়, তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করা দীর্ঘদিনের মুখ । যাঁর অভিজ্ঞতা রয়েছে এনআরসি আন্দোলন নিয়ে প্রতিবাদের । 'নো ভোট টু বিজেপি' মুভমেন্টেও তাঁর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল । সারা বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি হিসেবে এতদিন তিনি পরিচিত ছিলেন । তবে আগামী কয়েকদিনেই তাঁর নামের পাশে যুক্ত হতে পারে তৃণমূল কংগ্রেস সাংসদের পরিচয়। সমমনস্ক অপেক্ষাকৃত কম বয়সি লোককেই এবার দলের রাজ্যসভার মুখ হিসাবে বেছে নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সামিরুল ইসলামের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত । তিনি টেলিফোনে বলেন, "আমি গ্রাউন্ড লেভেলে কাজ করা একজন কর্মী । আমার নাম সেই তৃণমূল স্তর থেকেই এসেছে । গত দশ বছর ধরে গ্রাউন্ড লেভেলে আমাদের অনেক কাজ রয়েছে । এক্ষেত্রে দলনেত্রী নিজে হয়তো সেই বিষয়টি খবর নিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে এই পদে বিবেচনা করেছেন ।" এদিন দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই সমাজকর্মী ।