কলকাতা, 22 ডিসেম্বর : দু'দিনের সফরে এসে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন অমিত শাহ ৷ বলেছিলেন, বাংলা পিছিয়ে ৷ গতকালই তার পালটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, অমিত শাহ মিথ্যা বলছেন । বিজেপি চিটিংবাজদের পার্টি ৷ আর আজ শিল্প, গ্রামীণ রাস্তা উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্র, বাণিজ্য, স্বাস্থ্য একাধিক ক্ষেত্র সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন সৌগত রায় ৷ আর বলেন, "অমিত শাহর দেওয়া তথ্য ভুল ৷"
আজ তৃণমূল ভবনে বিভিন্ন তথ্যের একাধিক নথি নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন প্রবীণ ওই সাংসদ ৷ শুরুতেই তিনি জানান, "শিল্পবৃদ্ধিতে বাংলা পঞ্চম স্থানে রয়েছে ৷ গত দশ বছরে বেড়েছে বাংলার জিডিপি ৷" স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তি টেনে এনে তিনি বলেন, "অমিত শাহ বলেছেন বাংলার পাটশিল্পের অবস্থা খারাপ ৷ অথচ সাত কোটি পাটের ব্যাগ কেনার বরাত দেওয়া হয়েছে ৷ পরিষেবা ক্ষেত্রে 72 শতাংশ বেড়েছে ৷" গ্রামীণ রাস্তা উন্নয়ন নিয়েও এদিন অমিতের কটাক্ষের পালাটা তথ্য পরিবেশ করেন তৃণমূল সাংসদ ৷ বলেন, "অমিত শাহ বলেছেন রাজ্যে গ্রামীণ রাস্তা উন্নয়ন হয়নি ৷ উনি ভুল তথ্য দিয়েছেন ৷ বাংলায় এক হাজার 118 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে ৷" পাশাপাশি তিনি আরও দাবি করেন, "রাজ্যে বিদেশি বিনিয়োগ 24 গুণ বেড়েছে ৷ হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ ৷ নার্সের সংখ্যা বেড়েছে 51 শতাংশ ৷ স্বাস্থ্যসাথীতে লাভবান 1.4 কোটি পরিবার ৷ মাথাপিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে ৷" পাশাপাশি, রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও একাধিক তথ্য পরিবেশন করেন ৷ বলেন, রাজ্যে 100 শতাংশ স্কুলে বিদ্যুৎ আছে ৷ রাজ্যে 30টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ৷" একই সঙ্গে নারী নির্যাতন প্রসঙ্গ টেনে এনে বিজেপি শাসিত রাজ্যগুলোর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন সৌগত রায় ৷ তিনি বলেন, "বাংলায় নারী নির্যাতনের পরিমাণ 21 শতাংশ কমেছে ৷ অথচ উত্তরপ্রদেশের অবস্থা দেখুন ৷"
আরও পড়িন :"একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মিথ্যা তথ্য পরিবেশন মানায় না"