কলকাতা, 13 ডিসেম্বর : দু'দিনের রাজ্য সফরে কলকাতায় সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন বলে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ যা নিয়ে সরব হয় বিরোধীরা ৷ তবে তাঁর সেই বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "ওদের মূল সমস্যা ওরা কিছুই জানে না । দু'দিন আগেই জে পি নাড্ডা বলেছিলেন, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম । এ ধরনের কথা যাঁরা বলেন, তাঁদের বিষয়ে মানুষের বোঝা উচিত এই লড়াই বাঙালি বনাম বহিরাগতদের ।"
উল্লেখ্য, সফরের আগে জে পি নাড্ডাকে উদ্ধৃত করে রাজ্য বিজেপির তরফে একটি টুইটে লেখা হয়, "বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান : শ্রী জে পি নাড্ডা ।" যা নিয়েই শুরু হয় বিতর্ক ।
অবশ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে ৷ এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি। উকিলপাড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরি। প্রসঙ্গত, নাড্ডার করা রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস সেই বক্তব্যকে হাতিয়ার করে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে । যদিও মন্ত্রী বলেন, রাজ্য সরকার সর্বভারতীয় সভাপতির বক্তব্যকে বিকৃত করে বাজারে ছাড়ছে । বিজেপি সভাপতির পুরো বক্তব্য টুইট করা হয়েছে। আসলে মুখ্যমন্ত্রী দেউলিয়া হয়ে গেছেন। তাই কেন্দ্রীয় নেতার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে।