কলকাতা, 27 মে : এবার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েক পা দূরত্বে পাওয়া গেল কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান । তিনি দক্ষিণ 24 পরগনার একটি কেন্দ্রের তৃণমূল বিধায়ক । আজ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় কোরোনা সংক্রমণ, আক্রান্ত তৃণমূল বিধায়ক - Kolkata
এবার কোরোনায় আক্রান্ত হলেন তৃণমূলের এক বিধায়ক । তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা । বর্তমানে তিনি বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর দুই কন্যাও কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন ।
কোরোনা আক্রান্ত ওই বিধায়ক হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা । শনিবার তাঁকে ভরতি করা হয় বেসরকারি একটি হাসপাতালে । শরীরে জ্বর নিয়ে ভরতি হন তিনি । পরে তাঁর শারীরিক পরিস্থিতি অনেক জটিল হয়ে যায় । চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । ওই তৃণমূল বিধায়ককে স্থানান্তরিত করা হয়েছে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে । তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । আপাতত তিনি কিছুটা সুস্থ রয়েছেন । সূত্রের খবর, ওই বিধায়কের পাশাপাশি তাঁর দুই কন্যাও কোরোনায় আক্রান্ত । তাঁদেরও বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ওই বিধায়ক একটি পরিবহন নিগমের চেয়ারম্যান । বিধানসভার স্বরাষ্ট্র দপ্তরের স্ট্যান্ডিং কমিটিরও চেয়ারম্যান তিনি । রেস কোর্সের একটি সংগঠনের সঙ্গেও জড়িত । সেই সূত্রে তাঁকে লোকজনের মাঝে রেসকোর্সে একটি জরুরি বৈঠকে উপস্থিত থাকতে হয়েছিল । সম্প্রতি বাঁকুড়াতেও গিয়েছিলেন তিনি । দুর্গাপুরে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসা ভিরবাক চালককে সংবর্ধনা দিতে গিয়েছিলেন তিনি । ফলে নানা মানুষের সংস্পর্শে আসতে হয়েছিল তাঁকে । সে কারণে তাঁর কোরোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন চিকিৎসকরা ।