কলকাতা, 1 জুন :পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরের মধ্যে দ্বৈরথ তুঙ্গে উঠেছে। এর আগে আলাপনবাবুকে কেন্দ্রীয় ডেপুটেশনে ডেকে নেওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে তিনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী বলেন যে, গত 28 মে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে উদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন প্রাক্তন মুখ্যসচিব। গতকালই কেন্দ্রে যোগ না দিয়ে অবসর নেন আলাপনবাবু এবং তৎক্ষণাৎ তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন মমতা।
কিন্তু মঙ্গলবার সকাল থেকেই আরও জলঘোলা হতে শুরু । কেন আলাপনবাবু 28 মে প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে বেরিয়ে যান সেই ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে কলাইকুন্ডা বিমানবন্দরে 28 মের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা বিভিন্ন অভিযোগকে খণ্ডন করে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা 9-দফা অভিযোগ এনেছে মঙ্গলবারই। কিন্তু এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কেন্দ্রের এই পাল্টা অভিযোগ নিয়ে ইটিভি ভারত যোগাযোগ করে দুই তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এবং তাপস রায়ের সঙ্গে। তাপসবাবু এবং কুণালবাবু দু‘জনেই বলেন যে, ‘‘যেহেতু এটা রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযোগ ৷ তাই এই ব্যাপারে যা বলার রাজ্য সরকারের পক্ষে বলবেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তা বলবেন ঠিক সময়মতো ।’’