কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যসভায় মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমৃলের তরফ থেকে সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের নাম ঘোষণা করা হয় । সম্প্রতি কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুস্মিতা দেব । এই মুহূর্তে তাঁকে ত্রিপুরা অসম-সহ নর্থ ইস্ট-এর রাজ্যগুলিতে দলের সংগঠন বিস্তারের দায়িত্ব দেওয়া হয়েছে । সেইমতো ত্রিপুরায় মাটি কামড়ে পড়ে রয়েছেন সন্তোষমোহন দেবের কন্যা । এবার তাঁকেই রাজ্যসভার প্রার্থী করে চমক দিল তৃণমূল ।
মানস ভুঁইয়া রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই আসনটি খালি হয় । সেই আসনেই সম্প্রতি উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন । সেইমতো আজ তৃণমূল কংগ্রেসের তরফে সুস্মিতা দেব-এর নাম ঘোষণা করা হয়েছে । সম্প্রতি জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন সুস্মিতা । তাকে ত্রিপুরা, অসম- সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন বিস্তারের দায়িত্ব দেওয়া হয়েছে । সেই দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন সুস্মিতা । ত্রিপুরায় তিনি জমি কামড়ে পড়ে রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের জন্য প্রয়োজনীয় সংগঠন তৈরির কাজ করছেন । এরই মধ্যে আজ রাজ্যসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে ।