কলকাতা, 18 অক্টোবর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলের জোর আলোচনা চলছে । কিন্তু এসবের মধ্যে মহুয়া নিয়ে নীরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জাতীয় ক্ষেত্রে যথেষ্ট জলঘোলা হলেও মহুয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শাসক দলের কোনও নেতাই ।
এই নিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘‘এই মুহূর্তে মহুয়া মৈত্র নিয়ে দল কোনও মন্তব্য করতে চায় না । দল পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দেবে ।’’ তৃণমূলের এই সাংসদদের কথা থেকে স্পষ্ট যে মহুয়া ইস্যুতে ধীরে চলো নীতি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করতে না চাইলেও শাসকদলের ছোট-বড় অনেক নেতাই বিষয়টি নিয়ে ঘরোয়া আলোচনায় কথা বলছেন । বুধবার এমনই একটি ঘরোয়া আলোচনায় নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন । তৃণমূল কংগ্রেস বরাবরই বলেছে দুর্নীতি প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে চলার কথা বলেছে । পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী তথা দলের মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দল ব্যবস্থা নিয়েছে । সঠিক সময়ে দল সঠিক প্রতিক্রিয়ায় দেবে ।’’