নয়াদিল্লি, 2 অক্টোবর: রাজঘাটে ধরনায় তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গ থেকে যে কর্মী-সমর্থকদের দিল্লিতে নিয়ে গিয়েছে তৃণমূল, তাঁদের নিয়েই ধরনায় বসেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত রয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক ও রাজ্যস্তরের একাধিক নেতা ৷
উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বাংলাকে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই কারণে বাংলা থেকে একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নিয়ে দিল্লি গিয়েছে তারা ৷ আজ, সোমবার রাজঘাটে তারা ধরনা দিচ্ছে ৷ আগামিকাল, মঙ্গলবার যন্তর মন্তরে তাঁদের ধরনা দেওয়ার কথা ৷
যদিও যন্তর মন্তরে ধরনা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, সেখানে ধরনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৃণমূলকে মৌখিক অনুমতি দিয়েছে ৷ কিন্তু এখনও কোনও লিখিত অনুমতি দেয়নি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, সেখানে 144 ধারাও জারি করা হয়েছে ৷
এর আগে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে বহু রাজনৈতিক টানাপোড়েন হয়েছে ৷ প্রাথমিকভাবে তৃণমূল রামলীলা ময়দানে এই কর্মসূচি করতে চেয়েছিল ৷ দিল্লি পুলিশের কাছে এই নিয়ে দু’বার ঘাসফুল শিবিরের তরফে আবেদন জানানো হয় ৷ কিন্তু অনুমতি দেওয়া হয়নি ৷ কর্মীদের দিল্লিতে আনার জন্য হাওড়া থেকে ট্রেন বুক করতেও চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ সেই আবেদনও খারিজ হয়ে যায় ৷ শেষে বাসে কর্মীদের নিয়ে তৃণমূল নেতারা দিল্লি পৌঁছেছেন ৷