কলকাতা, 26 অক্টোবর: একুশের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) তৃণমূল কংগ্রেসের নজরকাড়া ফলাফলের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার মহিলাদের ছিল বলেই বিশেষজ্ঞরা মনে করেন । এবার পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) সেই মহিলাদেরই পাখির চোখ করছে রাজ্যের শাসক দল ।
আগেই বিজয়া সম্মেলনী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইঙ্গিত দিয়েছিলেন যে উৎসবের মরশুম কাটতেই আবার পুরনো চেহারায় তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) দেখা যাবে । সেই মতো এবার কর্মসূচি নিল শাসক দল । মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হল, আগামী 1 নভেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত বুথে বুথে যাবে ঘাসফুল শিবিরের মহিলা নেতৃত্ব । মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘চলো গ্রামে যাই’ ।
হাওড়া থেকে এই কর্মসূচির সূচনা করবেন দলের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) । এই কর্মসূচির মূল লক্ষ্য হল বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা এবং রাজ্যস্তরে মমতার সরকার (Mamata Government) মহিলাদের জন্য যে প্রকল্প নিয়েছে, সেগুলি আরও তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া ।
শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস মহিলাদের অভাব অভিযোগ যেমন শুনবে, একই সঙ্গে মহিলাদের মধ্যে দলের ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করবে । একই সঙ্গে বিভিন্ন দুর্নীতিতে এই মুহূর্তে দলের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়েছে । এক্ষেত্রে মহিলা নেতৃত্বকে নামিয়ে সেই ভাবমূর্তি উদ্ধারের মরিয়া চেষ্টা করা হবে ৷ মহিলাদের পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় কীভাবে তৃণমূল সংযুক্ত করছে, সেই বিষয়টিও তুলে ধরা হবে । গত পঞ্চায়েত নির্বাচনেও দেখা গিয়েছিল প্রায় 50 শতাংশ প্রার্থী মহিলাদের দিয়েছিল তৃণমূল । এক্ষেত্রে সেই উদাহরণ তুলে ধরে তৃণমূল কংগ্রেস দেখানোর চেষ্টা করবে, তারা কতটা মহিলাদের গুরুত্ব দিচ্ছে ।