কলকাতা, 19 এপ্রিল: শুভেন্দু অধিকারীর সিঙ্গুরের বক্তব্য নিয়ে এবার আইনি পথে হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস । এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিল বাংলার শাসক দল । এদিন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন একটি চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীকে । সিঙ্গুরের সভায় শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন, সেই দাবি প্রত্যাহার না করলে রাজ্যের শাসক দল আইনি পদক্ষেপ করবে বলে এই চিঠিতে জানানো হয়েছে ।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, জাতীয় দলের তকমা ফিরে পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ! জাতীয় দলের তকমা হারানোর পর চারবার ফোন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । কিন্তু অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, তা সম্ভব নয় । নির্বাচন কমিশন যা করেছে, নিয়ম মেনেই করেছে ।
এরপর বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে এই নিয়ে সরব হন তিনি । এবং একপ্রকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জাতীয় দলের তকমা ফেরাতে অমিত শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব ।’’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পালটা দাবি করেন, তিনি কোনও ফোন করেননি । তৃণমূল নেত্রীর বক্তব্য, ‘‘আমি অমিত শাহর পদত্যাগ দাবি করেছি । তাঁর আচরণ, কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ নয় ।’’
বিষয়টা যে এই পর্যন্ত থেমে থাকবে না তখনই বোঝা যাচ্ছিল । আর সেটা আরও কয়েক কদম এগিয়ে গেল ডেরেক ও'ব্রায়েনের এই চিঠিতে । শুধু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, এই চিঠির কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও । এদিন লেখা এই চিঠিতে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারীর এই দাবি ভুয়ো । ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, শুভেন্দু অধিকারী যদি তাঁর এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাঁর এবং অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস ।