কলকাতা, 31 অক্টোবর: যখন কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, তখন রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । ওই দুর্ঘটনার জন্য মমতার সরকারের প্রতারণাই দায়ী বলে অভিযোগ করেছিলেন ৷
গুজরাতের মোরবি সেতু ভেঙে (Gujarat Bridge Tragedy) যাওয়ার ঘটনাকে হাতিয়ার করে এবার পালটা কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ প্রায় সাড়ে ছ’বছরের পুরনো পোস্তা ব্রিজ ভেঙে যাওয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আনল তারা ৷ আর তা মনে করিয়ে দিয়ে মোদিকে বিঁধলেন রাজ্যসভায় ঘাসফুল শিবিরের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ সোমবার টুইট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য়ে তাঁর কটাক্ষ, ‘‘এবার একটু চোখের জল ফেলুন মোদিজি ৷’’
প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনী প্রচারে রাজ্যে এসে পোস্তা ব্রিজের বিপর্যয় নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তখন তিনি বলেছিলেন, ‘‘এটা দুর্নীতির ভয়ানক রূপ । নির্বাচনের সময় কলকাতায় একটি ব্রিজ ভেঙে গিয়েছে । অনেকের মৃত্যু হয়েছে । আমাকে বলুন কোনও দুর্ঘটনা ঘটলে প্রথমে কী করতে হয় ? মরণাপন্নদের বাঁচানোর চেষ্টা করা হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় করতে হয় । দিদি কী করলেন ? ওখানে পৌঁছে প্রথমে বামেদের ঘাড়ে দোষ চাপালেন । ওরা বলছে এটা অ্যাক্ট অফ গড । এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড ।’’