কলকাতা, 6 ডিসেম্বর: মঙ্গলবার বাবরি মসজিদ ধ্বংসের দিন হিসেবে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ডাকে সংহতি দিবসের অনুষ্ঠানে বিজেপিকে (BJP) চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) । এদিন এই মঞ্চ থেকে সব ধর্মের সহাবস্থানের বার্তা দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব । হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পাঞ্জাবি ও বৌদ্ধ ধর্মগুরুদের উপস্থিতিতে এই মঞ্চ থেকে তৃণমূলের হুংকার ।
তৃণমূল বরাবর অভিযোগ করে, বিজেপি এই ভারত বর্ষকে খণ্ড খণ্ড করতে চায় । এক ধর্মের শাসন কায়েম করতে চায় ৷ তাই এর বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে । প্রতিবছর এই দিনটা বাড়তি গুরুত্ব দিয়ে পালন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । গান্ধি মূর্তির পাদদেশে এই দিনে নিজে উপস্থিত থাকেন তিনি । এবার অবশ্য তিনি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রয়েছেন দিল্লিতে । তাই মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, গোলাম রাব্বানী, সায়নী ঘোষ, কুণাল ঘোষদের নেতৃত্বে আয়োজিত হল এই অনুষ্ঠান ।
এই অনুষ্ঠান থেকে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব । এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘সর্বধর্ম সমন্বয়ের মুখ যদি কেউ হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । যিনি সবার ধর্মকে সম্মান করেন ৷ আবার নিজের ধর্মও পালন করেন । আগামিদিনের আদর্শ মমতাই । একই সঙ্গে এই মঞ্চ থেকে তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেন, আগামিদিনের 24-এর লড়াই পঞ্চায়েতের লড়াই জিতবে তৃণমূলই ।’’