পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Slams BJP: সংহতি দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের - TMC Slams BJP

প্রতিবছর 6 ডিসেম্বর সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ মঙ্গলবার সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার মেয়ো রোডে ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে (BJP) কড়া আক্রমণ করল তৃণমূল ৷

Trinamool Congress Slams BJP from Sanghati Diwas Rally
TMC Slams BJP: সংহতি দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের

By

Published : Dec 6, 2022, 7:57 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: মঙ্গলবার বাবরি মসজিদ ধ্বংসের দিন হিসেবে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ডাকে সংহতি দিবসের অনুষ্ঠানে বিজেপিকে (BJP) চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) । এদিন এই মঞ্চ থেকে সব ধর্মের সহাবস্থানের বার্তা দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব । হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পাঞ্জাবি ও বৌদ্ধ ধর্মগুরুদের উপস্থিতিতে এই মঞ্চ থেকে তৃণমূলের হুংকার ।

তৃণমূল বরাবর অভিযোগ করে, বিজেপি এই ভারত বর্ষকে খণ্ড খণ্ড করতে চায় । এক ধর্মের শাসন কায়েম করতে চায় ৷ তাই এর বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে । প্রতিবছর এই দিনটা বাড়তি গুরুত্ব দিয়ে পালন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । গান্ধি মূর্তির পাদদেশে এই দিনে নিজে উপস্থিত থাকেন তিনি । এবার অবশ্য তিনি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রয়েছেন দিল্লিতে । তাই মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, গোলাম রাব্বানী, সায়নী ঘোষ, কুণাল ঘোষদের নেতৃত্বে আয়োজিত হল এই অনুষ্ঠান ।

এই অনুষ্ঠান থেকে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব । এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘সর্বধর্ম সমন্বয়ের মুখ যদি কেউ হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । যিনি সবার ধর্মকে সম্মান করেন ৷ আবার নিজের ধর্মও পালন করেন । আগামিদিনের আদর্শ মমতাই । একই সঙ্গে এই মঞ্চ থেকে তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেন, আগামিদিনের 24-এর লড়াই পঞ্চায়েতের লড়াই জিতবে তৃণমূলই ।’’

এদিন বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি । অরূপের মতে, ‘‘এটা কোনও দল যে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চায়, ভারতবর্ষে এক ধর্মের শাসন কায়েম করতে চায় । যে দল মানুষের ধর্মাচরণকে বাধা দেয় সেই বিজেপির বিরুদ্ধে আজকে সবাইকে গর্জে উঠতে হবে । আজকে ক্ষমতা আছে ৷ তাই এত আস্ফালন । বন্ধু আজকের দিনটাই দিন নয়, আগামিদিনে দেখা হবে । যেদিন সারা দেশে বিজেপি ক্ষমতায় থাকবে, সেদিন সব গায়ের জোরে দখল সবকিছু করায়ত্ব করতে হবে ! কিন্তু যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন কি হবে !’’

তিনি আরও বলেন, ‘‘অন্য ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবেন না ! হিন্দু ধর্মের বরাত কি শুধুই নিয়েছেন আপনারা ! আমি ছোটবেলা থেকেই দুর্গাপুজো করি, আমার বাবা দুর্গাপুজো করতেন । আমি হিন্দু নই ! হিন্দু হলেন তাঁরা, যাঁরা বিজেপির ঝান্ডা ধরে !’’ অরূপের ভাষায়, ‘‘হিন্দু ধর্ম বলে নিজের ধর্মকে পালন করার অন্যের ধর্মকে সম্মান করো । বিজেপি অন্যের ধর্মকে সম্মান করতে জানে না । আর সে কারণেই বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে একজোট হতে হবে ।’’

এদিন এই মঞ্চ থেকে অমিত শাহকেও (Amit Shah) আক্রমণ করেছেন তিনি । তাঁর কথায়, ‘‘একজন ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে বলেছেন যা করেছি বেশ করেছি । উচিত শিক্ষা দিয়েছি । আমরাও আপনাকে বলতে চাই । গুজরাতে বলছেন বলুন বাংলায় এসে বলতে গেলে, আবার উচিত শিক্ষা দেব । 200-কে 70-এ পরিণত করেছি ৷ আর 70-কে সাতে পরিণত করে দেব ।’’

আরও পড়ুন:রাজ্যের দাবি নিয়ে দিল্লিতে দরবারের জন্য শুভেন্দুকে ফোন শোভনদেবের

ABOUT THE AUTHOR

...view details