কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যের দাবি আদায়ে দিল্লি চলোর ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী 2 ও 3 অক্টোবর দিল্লিতে মেগা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের । এখনও পর্যন্ত সেই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ ৷ এই অবস্থায় সাধারণ মানুষের দাবি সম্বলিত 50 লক্ষ চিঠি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস । চিঠি যাচ্ছে দুই ঠিকানায় । একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় সাউথ ব্লকের ঠিকানায় । অন্যটি অবশ্যই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের দফতরে ।
এই চিঠিতে রাজ্যের মানুষের 100 দিনের কাজের অর্থ দেওয়ার দাবি জানানো হয়েছে । মূল কর্মসূচির আগে এই চিঠি পৌঁছে যাবে সরাসরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে । এ দিন এই চিঠি পাঠানোকে কেন্দ্র করে সোশাল মিডিয়া এক্স-এ তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয়েছে, ‘দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন, হকের টাকা ফেরত চাই এখনই ।’
প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচি থেকেই কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লি দরবারের কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস । কিন্তু শুধুমাত্র আন্দোলনে থেমে থাকছে না তৃণমূলের এই প্রতিবাদ । এই প্রতিবাদে সরাসরি রাজ্যের সাধারণ মানুষকে যুক্ত করছে রাজ্যের শাসক দল । আর তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 100 দিনের কাজের সঙ্গে জড়িত মানুষদের হাতে লেখা চিঠি সংগ্রহ করে, তা পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে ৷