পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on Trinamool Congress in Tripura : ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের পথে তৃণমূল - Trinamool plans to move sc over tripura attack

রবিবার দিনভর দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (Trinamool plans to move sc over tripura attack) ৷ দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে ৷

ত্রিপুরা তৃণমূল
ত্রিপুরা তৃণমূল

By

Published : Nov 22, 2021, 9:16 AM IST

কলকাতা, 22 নভেম্বর : রবিবার ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নিল তৃণমূল কংগ্রেস (Trinamool plans to move sc over tripura attack) ৷ এদিন রাতেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজ থেকে টুইটে বলা হয়, "ত্রিপুরায় বিপ্লবরাজে ভয়াবহ অবস্থা চলছে ৷ চলছে গুন্ডা রাজ ! সেখানে আমাদের নেতা-কর্মীরা প্রতি মুহূর্তে নির্মমভাবে হামলার শিকার হচ্ছেন ৷ ত্রিপুরা পুলিশ এই দুষ্কৃতীদের আডা়ল করছে ৷ মাননীয় সুপ্রিম কোর্টকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি ।"

প্রসঙ্গত, রবিবার আগরতলায় গ্রেফতার হন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ পাঁচটি মামলায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তাঁকে গ্রেফতার করা হয় জামিন অযোগ্য ধারায় ৷ আজ তাঁকে আদালতে পেশ করা হবে ৷ রবিবার সারাদিন ধরেই চলেছে অশান্তি (Attack on Trinamool Congress in Tripura) ৷

গতকাল সায়নী ঘোষ পূর্ব আগরতলা থানায় থাকাকালীন থানার বাইরে তৃণমূলকর্মীদের উপর দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে দলের তরফে দাবি করা হয় ৷ পাশাপাশি সুবল ভৌমিক নামে এক তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করাও অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ তারপরই প্রতিবাদে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ

ABOUT THE AUTHOR

...view details