পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত চাপড়ার তৃণমূল বিধায়ক - rukbanur rahaman

দিন কয়েক আগে পেটে অসহ্য ব্যাথা শুরু হয় ৷ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক । তারপরই মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন । সেখানেই বিধায়কের কোরোনা পরীক্ষা করা হয় ৷ দেখা যায় রিপোর্ট পজ়িটিভ ৷

rukbanur rahaman
rukbanur rahaman

By

Published : Aug 8, 2020, 8:36 PM IST

Updated : Aug 8, 2020, 9:32 PM IST

কলকাতা, 8 অগাস্ট: এবার কোরোনায় আক্রান্ত নদিয়ার চাপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক রুকবানুর রহমান । পাঁচ অগাস্ট মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে পেটের ব্যাথা নিয়ে ভরতি হন তিনি ৷ তখনই তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় ৷ সাত অগাস্ট তাঁর টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আপাতত স্থিতিশীল রুকবানুর রহমান৷

দিন কয়েক আগে পেটে অসহ্য ব্যাথা শুরু হয় ৷ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন বিধায়ক । তারপরই মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন । চিকিৎসকেরা জানিয়েছেন, রুকবানুর রহমানের মূত্রনালিতে পাথর রয়েছে । অস্ত্রপচারের প্রয়োজন । তবে কোরোনা পরিস্থিতির জেরে প্রতিটি হাসপাতালে ভরতির সঙ্গে সঙ্গেই রোগীর কোরোনা পরীক্ষা করানো হচ্ছে৷ সেইমতো বিধায়কেরও কোরোনা পরীক্ষা করা হয় ৷ দেখা যায় রিপোর্ট পজ়িটিভি ৷

বিধায়কের স্ত্রীর কোরোনা পরীক্ষা করানো হয়েছে । তবে রিপোর্টে নেগেটিভ । চিকিৎসকরা জানিয়েছেন, কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরই বিধায়কের মূত্রনালির অপারেশন করা হবে ।

Last Updated : Aug 8, 2020, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details