কলকাতা, 24 ডিসেম্বর: রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) মতো সরকারি অনুদান নেওয়াকে এবার ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । সেই নিয়ে তিনি টুইট করেছেন । আর এমন ঘটনায় দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল (Trinamool Congress) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
দিলীপ ঘোষ একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘রাজ্যের মানুষের ভিক্ষাবৃত্তি করে অভ্যাস হয়ে গিয়েছে তাই সরকারি অনুদানের উপর নির্ভর করেন ।’’ দিলীপ ঘোষের এই টুইটের নিন্দা করেছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।
তিনি এদিন বলেছেন, ‘‘দিলীপদা কোন রাজ্যের মানুষ ? কোনটা ভিক্ষা, কোনটা নয়, মানুষ নিজের অধিকারটা চান । যেমন, কেন্দ্রীয় সরকার আমাদের অধিকার দিচ্ছে না । আমাদের কর নিয়ে যাচ্ছে । কিন্তু আমদের যা দেওয়ার কথা 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার (Awas Yojana) মতো টাকা দিচ্ছে না । আমরা কারও কাছে ভিক্ষা চাই না । আমরা বাংলার মানুষ, যাঁরা আমাদের থেকে দুর্বল, তাঁরা আমাদের ভাই । হাত ধরে তাঁদের আমরা তোলার চেষ্টা করি । এটাই সম্যবাদ । যেখানে যে পিছিয়ে থাকবে, তাদের আমরা এগিয়ে আনব ।’’