পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad on Mamata's Honesty: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ - Firhad Hakim

দুর্নীতিতে একাধিক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে রোজই ৷ কেউ গ্রেফতারও হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে বিরোধীরা কাঠগড়ায় তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কিন্তু মঙ্গলবার ফিরহাদ হাকিম দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ (Firhad Hakim on Mamata Banerjee Honesty) ৷

Firhad on Mamata's Honesty
Firhad on Mamata's Honesty

By

Published : Mar 14, 2023, 5:30 PM IST

চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, বললেন ফিরহাদ

কলকাতা, 14 মার্চ: নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্ত যত এগোচ্ছে, ততই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতার নাম জড়িয়ে যাচ্ছে ৷ দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) থেকে বিধায়ক মানিক ভট্টাচার্য, দুই যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই ৷ ফলে এই নিয়ে গত কয়েকমাস ধরেই বিরোধীদের নিশানায় রয়েছে রাজ্যের শাসক দল ৷ এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) ৷ বিরোধীদের অভিযোগ, সব দুর্নীতির সঙ্গে মমতার যোগাযোগ রয়েছে ৷ শেষ পর্যন্ত তাঁকেও এই দুর্নীতির জন্য বিপাকে পড়তে হবে ৷

মঙ্গলবার বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর দাবি যতই তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির যত অভিযোগই উঠুক না কেন, এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ নেই ৷ তাই তিনি বলেছেন, ‘‘সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় । চাঁদে কলঙ্ক থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দাগ নেই ।’’

একই সঙ্গে ফিরহাদের দাবি, দুর্নীতিগ্রস্তদের ভরসা করে ভুল করেছিলেন মমতা ৷ তাঁর বক্তব্য, ‘‘কাউকে বিশ্বাস করাটা ভুল নয়, কাউকে বিশ্বাস করাটা অন্যায় নয় । তিনি বিশ্বাস করেছিলেন, ঠকেছিলেন, ভরসা করেছিলেন । এত বড় অর্গানাইজেশন বিশ্বাস ছাড়া চলে না । আমরা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকব । তিনি অন্যায় করতে পারেন না ।’’

প্রসঙ্গত, এই মন্তব্য করার আগেই ফিরহাদ দুর্নীতি ইস্যুতে একহাত নেন তাঁরই সতীর্থ বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে ৷ পার্থ যে এই দুর্নীতির সঙ্গে জড়িত, সেটাও কার্যত মেনে নেন ৷ ঘটনাটিকে লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিরোধীরা যতই মমতাকে দুর্নীতি নিয়ে কটাক্ষ করুক না কেন, ফিরহাদের বক্তব্যে স্পষ্ট কোনও তৃণমূলের নেতারা মমতার গায়ে সমালোচনার কোনও আঁচ আসতে দিতে চান না ৷

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হচ্ছে সোমবার অভিযোগ করেছিলেন ৷ এই প্রসঙ্গ নিয়েও সরব হন ফিরহাদ হাকিম । তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গ কোনোদিন কাশ্মীর হবে না । এগুলো বিভেদ তৈরির জন্য বলা । তেলঙ্গানা, গুজরাত, বাংলা সব ভারতের মধ্যেই । আমাদের মধ্যে কোনও বিভেদ নেই । যাঁরা এগুলো বলেন, তাঁদের মনের মধ্যে বিভেদ রয়েছে ।’’

আরও পড়ুন:টাকার বিনিময়ে চাকরি! পার্থর পাশে তৃণমূলের না থাকার বার্তা ফিরহাদের

ABOUT THE AUTHOR

...view details