কলকাতা, 2 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে নতুন একটি কর্মসূচি ঘোষণা করা হল ৷ নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ ৷ সোমবার নজরুল মঞ্চে শাসক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হল ৷ নতুন এই প্রকল্পের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ আর প্রকল্পের সূচনা হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাত ধরে ৷
এদিন মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্য সভাপতি সুব্রত বকসির উপস্থিতিতে এই কর্মসূচির ঘোষণা করেন অভিষেক ৷ পরে দলের কর্মীদের কাছেও এই নিয়ে বিস্তারিত ব্য়াখ্যা করেন তিনি ৷
ডায়মন্ড হারবারের সাংসদ জানান, 11 জানুয়ারি থেকে এই প্রকল্প শুরু হবে ৷ চলবে টানা 60 দিন ধরে ৷ তৃণমূলের সাড়ে তিন লক্ষ নেতা রাজ্যের 10 কোটি মানুষের কাছে পৌঁছাবেন ৷ তৃণমূলের রাজ্যস্তরের নেতারা যাবেন ৷ তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ৷ কার কী সমস্যা রয়েছে শুনবেন ৷ নেতারা বিভিন্ন জায়গায় রাত্রিবাসও করবেন ৷
তিনি আরও জানান, একই সঙ্গে দিদির দূত নামে একটি অ্যাপও তৈরি করবে তৃণমূল কংগ্রেস ৷ যেখানে সরকারের 15টি প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে ৷ সেখানে বিভিন্ন প্রকল্প সম্পর্কে সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ ৷