কলকাতা, 15 মে: কোভিড অতিমারী বাঙালির দিনলিপিতে অনেক কিছুই বদল এনেছিল । একইভাবে বদল এসেছিল বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও । অতিমারীর আগে প্রত্যেক রবিবার কালীঘাটের বাড়িতে বসত তৃণমূল কংগ্রেসের জনতার দরবার । সারা রাজ্য থেকে কখনও সরকারি বিষয় নিয়ে অভিযোগ জানাতে, কখনও তৃণমূলের বিষয় নিয়ে ক্ষোভ জানাতে মানুষ সেখানে আসতেন । কিন্তু করোনাকালে এই ব্যবস্থা বন্ধ হয়ে যায় । বরং অনলাইনে ও ফোন মারফত অভিযোগ জানানোর প্রক্রিয়ায় জোর দেওয়া হয় ওই সময় ।
এবার আবার পুরনো চেহারায় ফিরছে জনতার দরবার । গতকাল অর্থাৎ রবিবার কোভিডের পর প্রথমবার কালীঘাট মিলন সংঘে জনতার দরবারে বসলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা । বাংলার শাসক দলের তরফে জানা গিয়েছে, এবার থেকে প্রত্যেক রবিবার নেত্রীর কাছে অভিযোগ জানানোর এই প্রক্রিয়া আবারও শুরু হল । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আগামী রবিবার বসবেন ৷ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কালীঘাট মিলন সংঘে থাকবেন তিনি ।
এছাড়াও থাকবেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন-সহ আরও একাধিক নেতৃত্ব । মূলত, দলীয় স্তরে বিভিন্ন অভিযোগ ও ক্ষোভ ও বিক্ষোভের কথা সরাসরি যাঁরা তৃণমূল নেত্রীকে জানাতে চান, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সংযোগ স্থাপনের কাজ করবেন এই নেতৃত্ব । তাছাড়া সাধারণ মানুষ গিয়ে সরকারি অভিযোগও জানাতে পারেন ৷ সেই সব অভিযোগ শোনার জন্য একজন মুখ্যমন্ত্রীর দফতরের একজন আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷