কলকাতা, 3 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দল ছাড়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই তিনটি জেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল এই তিন জেলায় বড় সাফল্য পেয়েছিল গেরুয়া শিবির । পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির (BJP) হাত থেকে কিছুটা জমি উদ্ধার করলেও এখনও অনেক কাজ বাকি বলে মনে করেন দলের নেতারা ।
ঘাসফুল শিবিরের বক্তব্য, এই সময় দলের হারানো জমি উদ্ধারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই অবস্থায় দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে আগামিকাল, শনিবার কেশপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । পঞ্চায়েত নির্বাচনের আগে যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত, সেখানেই নিজেদের শক্তি বৃদ্ধি করে আসন ছিনিয়ে আনতে চাইছে রাজ্যের শাসক দল । তাই এই সভার তাৎপর্য রয়েছে যথেষ্ট ৷
রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে, আগামিকালের এই সভাতে একটা বড় চমক অপেক্ষা করছে । কী সেই চমক ! কয়েকদিন আগেই এই জেলার এক বিধায়কের ছবি ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল । এরপর তা নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি । এই অবস্থায় জেলা তৃণমূলের বলা এই চমক আসলে কী, তা নিয়ে প্রশ্ন উঠছে । তবে এ বিষয়ে অবশ্য মুখে কুলুপ এসেছে রাজ্যের শাসক দল ।