কলকাতা, 6 ডিসেম্বর: জেলার কোনও প্রত্যন্ত গ্রাম নয় ৷ খাস কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এলাকার মধ্যেই হদিশ মিলল কাঁচা রাস্তা । বেহালার 132 নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোডের একাংশ এখনও কাঁচা । রাস্তা কংক্রিট বা পিচ করতে বারবার পৌরনিগমের রাস্তা বিভাগে আবেদন করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর সঞ্চিতা মিত্র । অভিযোগ, তাঁর কথা কানেই ওঠেনি কারও । শেষে অধিবেশনে তিনি বিষয়টি তোলেন । বিরোধী নয়, খোদ নিজের দলের কাউন্সিলরের এমন অভিযোগ শুনে খানিক ক্ষুব্ধ হয়েছেন বেহালারই অপর এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা রাস্তা বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্য়ায় ।
সাগর মান্না রোডের একাংশ কাঁচা । উচুঁ নিচু রাস্তা । ধারে পুকুর । ফলে গাড়ি নিয়ে ওই রাস্তা নিয়ে কেউ যেতে পারেন না বিপদের আশঙ্কা করে । বর্ষার দিনে দুর্ভোগের শেষ থাকে না বাসিন্দাদের । ক্ষোভের কথা কাউন্সিলরকে বারবার জানিয়েছেন তাঁরা । স্থানীয়দের দাবি, সাধারণ লোকজন যেতে আসতেই সমস্যার মুখে পড়েন । রাস্তার যা অবস্থা তাতে বয়স্কদের নাভিশ্বাস ওঠে । কেউ অসুস্থ হয়ে পড়লে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার খেতে খুবই সমস্যা ৷ কারণ, অ্যাম্বুলেন্স ঢোকার পরিস্থিতি নেই । বহুবার বাইক, সাইকেল এসব দুর্ঘটনার মুখে পড়েছে । রাস্তা কাঁচা থাকায় পর্যাপ্ত আলো লাগানো নেই । ফলে সন্ধ্যা ঘনালে রাস্তা দুর্ঘটনার ফাঁদ পরিণত হয় ।