পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Congress: শনিবার হাওড়া থেকে 22 বগির ট্রেনে শুরু তৃণমূলের ‘দিল্লি চলো’র - দিল্লি ধরনা

Trinamool Congress Delhi Dharna: কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ৷ প্রতিবাদে দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচি করবে বাংলার শাসক দল ৷ তাই শনিবার হাওড়া স্টেশন থেকে ছাড়বে তৃণমূলের ‘মনরেগা এক্সপ্রেস’ ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 6:36 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: তৃণমূলের দিল্লি ধরনার দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সমন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু তাতে দমে যাওয়া তো দূর, আরও সর্বশক্তি নিয়ে কর্মসূচি সফল করতে ঝাঁপানো হবে বলে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে । তাই আগামী শনিবার হাওড়া থেকে ছাড়বে রাজ্যের শাসক দলের ‘মনরেগা এক্সপ্রেস’ ৷ বিশেষ এই ট্রেন তৃণমূলের তরফ থেকে রেলের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে ৷ ওই ট্রেনেই রাজ্য়ের তিন থেকে চার হাজার 100 দিনের কর্মী তথা শ্রমজীবী মানুষ দিল্লি যাবেন ৷

এ দিন তৃণমূল কংগ্রেসের এই দিল্লির কর্মসূচি নিয়ে দলের নেতা তথা মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন । হাজার হাজার একশো দিনের কর্মী কলকাতায় আসছেন ৷ আজ রাতে যেমন দূরবর্তী উত্তরবঙ্গের মানুষেরা কলকাতায় আসছেন, আগামিকাল অন্যান্য জেলা থেকেও ধাপে ধাপে 100 দিনের কর্মীরা এসে পৌঁছাবেন কলকাতায় ।’’

তিনি আরও বলেন, ‘‘তাঁদের থাকা এবং খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে । আগামী শনিবার ট্রেনে করে তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন । রাজ্যের দাবি নিয়ে আন্দোলনে দিল্লিতে তাঁরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরব হবেন ।’’

পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কিছু নেতা কর্মী । দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পাশাপাশি এই 100 দিনের কর্মীদের নিয়ে যাওয়ার অন্য গাড়ির ব্যবস্থার করতে দায়িত্ব দেওয়া হয়েছে স্নেহাশিস চক্রবর্তীকে । তিনি রাজ্যের পরিবহন মন্ত্রীও । তিনি তৃণমূল কর্মী ও নেতাদের দিল্লি যাওয়ার জন্য 22 বগির একটি ট্রেন বুক করেছেন । এই ট্রেনটি ছাড়বে শনিবার হাওড়া স্টেশন থেকে ।

শনিবার সকাল আটটায় ট্রেনটি ছেড়ে দিল্লি পৌছাবে 1 অক্টোবর সকাল 8টায় । সেই দিন দিল্লিতেই থাকবেন তৃণমূলের নেতা-কর্মীরা । আগামী 2 এবং 3 অক্টোবর তৃণমূল কংগ্রেসের কর্মসূচি । 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে রাজঘাটে প্রার্থনা করা হবে । আগামী 3 অক্টোবর গিরিরাজ সিংয়ের অফিসে ধরনা কর্মসূচি হবে । এই দুই কর্মসূচি শেষ হওয়ার পর তাঁরা আবার রাজ্যে ফিরে আসবেন ।

আরও পড়ুন:দিল্লি-ধরনার দ্বিতীয় দিনে অভিষেককে তলব ইডির! তৃণমূল বলছে 'রাজনৈতিক প্রতিহিংসা'

ABOUT THE AUTHOR

...view details