পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন কমিশনারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তৃণমূলের - ভারতী ঘোষ

পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন কিছু কিছু কাজ করছে যা নির্বাচন কমিশনের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করছে ।" বিজেপির তরফ থেকে ভারতী ঘোষ বলেন, "স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করতে হবে । ভুয়ো ভোটার বাদ দিতে হবে ।" সিপিআইএমের তরফ থেকে শমীক লাহিড়ী বলেন,"মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে । একজন ব্যক্তির বহু বুথে ভোট রয়েছে । এগুলোকে বাদ দেওয়ার আবেদন কমিশনারকে জানানো হয়েছে ।"

all the opposition parties arise many questions to  Election Commissioner
নির্বাচন কমিশনারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন

By

Published : Dec 18, 2020, 7:08 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর : উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে কমিশনারের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । স্পর্শকাতর বুথগুলোকে চিহ্নিত করার দাবি জানান বিজেপি নেত্রী ভারতী ঘোষ । মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী ।

আজ উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন । কলকাতার গ্র্যান্ড হোটেলে বিশেষ বৈঠকে একে একে উপস্থিত হন বিজেপির সব্যসাচী দত্ত, ভারতী ঘোষ, শিশির বাজোরিয়া ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় । সিপিআইএমের তরফ থেকে যোগ দেন পলাশ দাশ ও শমীক লাহিড়ী এবং সিপিআই-এর প্রবীর দেব ও অশোক রায় । ফব'র পক্ষ থেকে বৈঠকে যোগদান করেন হাফিজ আলম শৈরানি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় ।

বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন কিছু কিছু কাজ করছে যা নির্বাচন কমিশনের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করছে । যে কায়দায় বিজেপির কর্মকর্তারা বাহুবলী নিয়ে তৃণমূলকে কদর্য ভাষায় আক্রমণ করছে তার ফলে সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইলেও সেই কাজ ব্যহত হচ্ছে । আমরা নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছি ।"

বিজেপির তরফ থেকে ভারতী ঘোষ বলেন, "স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করতে হবে । ভুয়ো ভোটার বাদ দিতে হবে ।" সিপিআইএমের তরফ থেকে শমীক লাহিড়ী বলেন,"মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে । একজন ব্যক্তির বহু বুথে ভোট রয়েছে । এগুলোকে বাদ দেওয়ার আবেদন কমিশনারকে জানানো হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details