কলকাতা, 17 ডিসেম্বর : উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে কমিশনারের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । স্পর্শকাতর বুথগুলোকে চিহ্নিত করার দাবি জানান বিজেপি নেত্রী ভারতী ঘোষ । মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী ।
আজ উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন । কলকাতার গ্র্যান্ড হোটেলে বিশেষ বৈঠকে একে একে উপস্থিত হন বিজেপির সব্যসাচী দত্ত, ভারতী ঘোষ, শিশির বাজোরিয়া ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় । সিপিআইএমের তরফ থেকে যোগ দেন পলাশ দাশ ও শমীক লাহিড়ী এবং সিপিআই-এর প্রবীর দেব ও অশোক রায় । ফব'র পক্ষ থেকে বৈঠকে যোগদান করেন হাফিজ আলম শৈরানি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় ।