পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC changes Programme Date: আদালতে হস্তক্ষেপের পর 5 অগস্টের কর্মসূচির দিন বদলালো তৃণমূল - TMC changes Programme Date

Trinamool Congress Changes Programme Date: কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের পর আগামী 5 অগস্টের কর্মসূচির দিন বদলে দিল তৃণমূল কংগ্রেস ৷ ফিরহাদ হাকিম আজ জানান, কর্মসূচি হবে 6 অগস্ট ৷

Firhad Hakim ETV Bharat
ফিরহাদ হাকিম

By

Published : Aug 2, 2023, 3:44 PM IST

কলকাতা, 2 অগস্ট:আগামী 5 অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের পর কর্মসূচির দিন বদলালো তৃণমূল কংগ্রেস । 5 অগস্টের বদলে তৃণমূলের কর্মসূচি পালিত হবে 6 অগস্ট, রবিবার । বিধানসভায় এ কথা জানিয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ শুধু দিন নয়, আদালতের হস্তক্ষেপের পর বদলে গিয়েছে তৃণমূলের কর্মসূচির নামও ৷ প্রথমে এই কর্মসূচিকে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচি নাম দেওয়া হয়েছিল ৷ তবে আজ ফিরহাদ হাকিম জানান, আগামী 6 অগস্ট কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধরনা কর্মসূচি পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

বুধবার বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম জানান, "কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে, তার প্রতিবাদে মানুষকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি করব ৷ দলে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে ৷ একদিন পিছিয়ে 6 তারিখ রবিবার 12টা থেকে 4টে পর্যন্ত ধরনা করব ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হব ৷"

কর্মসূচির দিন বদল: আদালতের নির্দেশের পরও তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল যে, পূর্ব নির্ধারিত দিনে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই ব্লকে ব্লকে কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ এমনকী আজও বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে একই কথা বলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ৷ তবে তার কিছু সময় পরই ফিরহাদ হাকিম জানালেন, কর্মসূচির দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একই দিনে অর্থাৎ 5 অগস্ট অন্য নামে কর্মসূচি পালন হলেও তা আদালত অবমাননার আওতায় পড়ে যেতে পারে, সেই আশংকা থেকেই দলের শীর্ষ নেতৃত্ব কর্মসূচির দিন বদলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:5 অগস্টই প্রতিটি ব্লকে আট ঘণ্টার কর্মসূচি হবে, হাইকোর্টের স্থগিতাদেশের পর জানাল তৃণমূল

এ দিন সাংবাদিকরা ফিরহাদ হাকিমকে বলেন, বিরোধীরা বলছেন, তৃণমূল এ ব্যাপারে আদালতের কথা মানছে না ৷ এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ফিরহাদ হাকিম বলে, "কোর্টের সঙ্গে এটার কী সম্পর্ক ৷ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মেনে আমরা যদি প্রতিবাদ করি, তার সঙ্গে কোর্টের কী সম্পর্ক আছে !"

বিজেপির প্রতিক্রিয়া: যদিও এই নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী আজ বলেন, "আমরা তৃণমূলের এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছি না ৷ তাদের কর্মসূচি নিয়ে আদালতের একটা পর্যবেক্ষণ ছিল ৷ আদালতই দেখবে যে তারা যে কর্মসূচি পালন করছে তা আইনসম্মত কি না ৷ এ ব্যাপারে দল দলের মতো করে নিজেদের বক্তব্য তুলে ধরবে ৷"

উল্লেখ্য, 21 জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, রাজ্যের প্রতিটি বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি পালিত হবে আগামী 5 অগস্ট ৷ যদিও তাঁর বক্তব্যরে পর ওই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ব্লকস্তরেই এই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে বলেন এবং বিজেপি কর্মীদের বাড়ির থেকে 100 মিটার দূরে প্রতীকী কর্মসূচি পালন করার নির্দেশ দেন ৷ যদিও তৃণমূলের এই কর্মসূচিতে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details